Advertisment
Presenting Partner
Desktop GIF

সোশাল মিডিয়ায় সাড়া ফেলেছে 'কেদারনাথ'-এর টিজার

গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাওয়ার পথে ১৪ কিলোমিটারে শুট করা হয়েছে কেদারনাথ। ২০১৩ সালে পাহাড়ে সুনামি আসার পর ধ্বংস হয়ে যায় শহরের মন্দির, সেই প্রেক্ষাপটেই তৈরি এই ছবি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কেদারনাথ মুক্তি পেয়েছে ৭ ডিসেম্বর।

সারা আলি খানের ডেবিউ ছবি কেদারনাথের টিজার প্রকাশ্যে আসার আগেই প্রযোজক প্রজ্ঞা কাপুর সোমবার বলেছেন সাধারণ প্রেমের গল্পের থেকে আলাদা এই ছবি। প্রকৃতির ক্রোধের প্রেক্ষাপটে কেদারনাথ একটি লাভ স্টোরি। এক বিবৃতিতে প্রজ্ঞা বলেন, ''সমস্ত কলাকুশলীদের ধন্যবাদ। তাঁদের প্রচুর অবদান রয়েছে। দর্শকদের কাছে কেদারনাথকে নিয়ে আসতে আমরা উদগ্রীব''। এ ছবির টিজার মুক্তি পেল মঙ্গলবার।

Advertisment

গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাওয়ার পথে ১৪ কিলোমিটারে শুট করা হয়েছে কেদারনাথ। ২০১৩ সালে পাহাড়ে সুনামি আসার পর ধ্বংস হয়ে যায় শহরের দু হাজার বছরের পুরনো শিবমন্দির, সেই প্রেক্ষাপটেই তৈরি এই ছবি। মনসুর ও মুক্কুর প্রেমের গল্প এই ছিল। এই চরিত্র দুটিতে দেখা যাবে সুশান্ত সিং রাজপুত ও সারাকে। এর আগে পরিচালক অভিষেক কাপুর সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কাজ করেছেন কাই পো চে ছবিতে। ছবির পোস্টার মুক্তি পাওয়ার পরই সোশাল মিডিয়ায় চর্চা শুরু হয়ে যায় ছবি নিয়ে। সেই সঙ্গেই সারা ও সুশান্তের প্রথম ঝলক হইচই ফেলল বলি মহলে।

আরও পড়ুন, রজনীকান্তের 2.0-র ট্রেলার দেখা যাবে ৩ নভেম্বর

publive-image কেদারনাথ ছবির পোস্টার।

উত্তরাখণ্ডের বন্যার ভয়ঙ্কর রূপ তুলে ধরা হয়েছে এই ছবিতে।  ২০১৩ সালে পাহাড়ে সুনামি আসার পর শহরের মন্দির নিঃশেষ হয়ে যায়, হাজারের মানুষ মারা যায়, সেই প্লটেই সাজান হয়েছে এই গল্প, জানালেন প্রজ্ঞা কাপুর। অভিষেক কাপুরের পরিচালনায় ও RSVP ও গাই ইন দ্য স্কাই পিকচারসের প্রযোজনায় কেদারনাথ মুক্তি পাচ্ছে ৭ ডিসেম্বর।

Read the full story in English 

bollywood movie Sara Ali Khan
Advertisment