কেদারনাথ ট্রেলারে আশাব্যঞ্জকই রইলেন সারা আলি খান

সুশান্ত সিং রাজপুত ও সারা আলি খানের কেদারনাথ ছবির ট্রেলার মুক্তি পয়েছে। ২০১৩য় উত্তরাখন্ডের বন্যার প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই লাভস্টোরি।

সুশান্ত সিং রাজপুত ও সারা আলি খানের কেদারনাথ ছবির ট্রেলার মুক্তি পয়েছে। ২০১৩য় উত্তরাখন্ডের বন্যার প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই লাভস্টোরি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জলের মাত্রা বাড়ছিল আর জীবনের সমস্যাগুলো লঘু হয়ে আসছিল

সুশান্ত সিং রাজপুত ও সারা আলি খানের কেদারনাথ ছবির ট্রেলার মুক্তি পয়েছে। ২০১৩য় উত্তরাখন্ডের বন্যার প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই লাভস্টোরি। টিজারের মতোই ট্রেলারও সারা আলি খানের থেকে চোখ সরানো মুশকিল। প্রসঙ্গত এই ছবি দিয়েই বলিউডের ডেবিউ করছেন সইফ ও অমৃতা সিংয়ের কন্যা।

Advertisment

ট্রেলারে সুশান্ত সিংয়ের চরিত্রের নাম মনসুর। যিনি পিঠে করে কেদারনাথ যাত্রীদের ১৪ কিলোমিটার নিয়ে যান। তার পিঠে চড়েই দীর্ঘ পথ পেরিয়ে তীর্থ সার্থক হয় যাত্রীদের। আর তীর্থযাত্রীদের সাহায্য করার জন্য যেকোনও পদক্ষেপ নিতে পারে সে। সারা আলি খানকে ছবিতে দেখা যাবে হিন্দু মেয়ে মুক্কুর ভূমিকায়। তারা একে অপরের প্রমে পড়লে বাড়ির লোকের অনুমতি চায়, আর বিপত্তি বাঁধে সেখানেই।

আরও পড়ুন, বক্সঅফিসে রীতিমতো লড়াই করতে হচ্ছে আমির-অমিতাভ বচ্চনকে

এদিন সুশান্ত সিং রাজপুত ও সারা আলি খান টুইট করেন ছবির ট্রেলার।

Advertisment

তবে কেদারনাথ মুক্তির আগেই নিজের দ্বিতীয় ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সারা আলি খান। রোহিত শেট্টির পরিচালনায় সিম্বা ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন তিনি। আর সারা বিপরীতে ছবিতে দেখা যাবে রণবীর সিংকে। ৭ ডিসেম্বর মনসুর ও মুক্কুর প্রেমগাঁথা মুক্তি পাচ্ছে। তিন মিনিটের লম্বা এই ট্রেলারে কেদারনাথ গানেরও ঝলক পাওয়া যাবে। যদিও ছবির প্রথম গান নমো নমো মুক্তি পেয়েছে ৫ নভেম্বর।

Read the full story in English 

bollywood movie Sara Ali Khan