Khadaan Box office Collection: খাদানের বক্স অফিস সাফল্য দেখবার মত। ৭ দিনে চূড়ান্ত সফল এই ছবি। দেব ইস ব্যাক একথা বলা যায়। তাঁর থেকেও বড় কথা, টলিউডে যে তোলপাড় ফেলেছেন দেব, সেকথা অস্বীকার করার নয়। টেক্কা, বহুরূপীর চাপে বক্স অফিসে জায়গা না পেলেও খাদান কিন্তু, শিবু এবং নন্দিতার ছবিকে ছাপিয়ে গিয়েছে।
দেব বক্স অফিস কাঁপিয়ে দিয়েছেন। এবং তাঁর সঙ্গী অবশ্যই যীশু সেনগুপ্ত। দুজনের মিলিত প্রচেষ্টাই যে, এহেন পরিস্থিতি সৃষ্টি করেছে, একথা অস্বীকার করার নয়। বাংলা ছবির ইতিহাসে এই প্রথম যে রাত আড়াইটার সময়, শো হাউসফুল। প্রথম দিন থেকেই বাংলায় ইতিহাস তৈরী হয়েছে। শুধু তাই নয়, প্রথম দিনেই ১ কোটির কাছাকাছি ব্যবসা করে এই ছবি। যত দিন পার হয়েছে ততদিন শুধুই ব্যবসা বেড়েছে।
আর দেবের জন্মদিন অর্থাৎ বড়দিনের দিন দেখা গিয়েছে, বিরাট টাকার ব্যবসা করে নিয়েছে এই ছবি। একদিনেই যে, টাকা বক্স অফিসে ঢুকেছে সেটা প্রসংশার যোগ্য। দেবের জন্মদিনের দিন, ২৫ তারিখ ১কোটি ২০ লক্ষ টাকার ব্যবসা করেছে এই ছবি। এবং সবমিলিয়ে ৭ দিনের শেষে দেবের এই ছবি দেখিয়েছে, কিভাবে বাংলা ছবিকেও বক্স অফিসে ফিরিয়ে আনা যায়।
অভিনেতার এই ছবি, ৭ দিনের শেষে প্রায় ৬ কোটি ৭৮ লক্ষ্যের ব্যবসা করেছে। এবং জানা যাচ্ছে এই ছবি বহুরূপীর ৭ দিনের আয়কে টেক্কা দিয়েছে। যদিও বা Sacnilk এর রিপোর্ট অনুযায়ী, বহুরুপী ১৬ কোটির বেশি ব্যবসা করেছে। কিন্তু সাতদিনের শেষে যে ব্যবসা হয়েছিল, বহুরুপীর, সেটিকে ছাপিয়ে গিয়েছে। বহুরূপী ৭ দিনে ৬.১৮ কোটির ব্যবসা করেছিল সেখানে খাদান ৬.৭৮ কোটি। অন্যদিকে, রাজের সন্তান রয়েছে ঠিক তাঁর পরেই। কিন্তু দেখা যাচ্ছে, খাদানের ধারেকাছে নেই সেই ছবির কালেকশন। বক্স অফিসে ১কোটি ৭৬ লক্ষের ব্যবসা করেছে এই ছবি।
আশা করা যাচ্ছে, আজ এবং কাল সপ্তাহ শেষে ফের ভাল ব্যবসা করতে পারে এই ছবি। এমনিও বছর শেষের আগে এটাই শেষ উইকেন্ড! তাই, মানুষ যে হলমুখী হবেন এটা আশা করা যায়।