হাতে আর মাত্র ২ দিন। কিন্তু বুক মাই শো থেকে এখনও খাদান ( Khadan Advance Booking ) ছবির এডভ্যান্স বুকিং সম্ভব হচ্ছে না। সকাল থেকে শহর কলকাতা থেকে নানা জায়গায় কোথাও হল পাচ্ছে না দেবের ছবি? বহু প্রতীক্ষিত ছবি কেন হল পাচ্ছে না সেই নিয়েই দেব পোস্ট করলেন সমাজ মাধ্যমে।
দেব ( Dev ) নিজের ছবির পোস্টার দিয়েই লিখলেন কারণ। সকাল থেকে বহু পরিচালক এই নিয়ে বলেছেন যে বাংলা ছবি, 'পুষ্পা ২' এর কারণে হল পাচ্ছে না। এই নিয়ে রাজ চক্রবর্তী ( Raj Chakraborty's Shontaan ) ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছেন, পুষ্পা ২ তো অনেকদিন হল। অন্যান্য জায়গায়, নিজেদের মাতৃ ভাষার ছবিকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তাহলে এখানে নয় কেন? বাংলা ছবি যে কিছু করতে পারে সেটার সুযোগ দেওয়া হচ্ছে না।
এবার ব্যাতিক্রম না। পুষ্পা ২ রিলিজ করেছিল এই মাসের ৫ তারিখ। প্রায় ১৩ দিন পার হলেও কলকাতার বুকে আজও বাংলা ছবি হল পাচ্ছে না। সামনে ৪টে ছবি রিলিজ। কানাঘুষো শোনা গিয়েছে বহুরূপী, অর্থাৎ যে বাংলা ছবি কাঁপিয়ে দিয়েছে বক্স অফিস, সেই ছবিও নাকি 'পুষ্পা ২' রিলিজের পর, ৭০টা হল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। আর এবার শো পাচ্ছে না খাদান। দেব সমাজ মাধ্যমে সেই নিয়েই লিখছেন...
"আমি সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, যে খাদানের এডভ্যান্স বুকিং এখনও অবধি খোলা হয়নি। বিশ্বাস করুন, আমি প্রচন্ড লড়াই করছি এবং চেষ্টা করছি যতটা বেশি করে শো পাওয়ার। কিন্তু যেহেতু অন্য ভাষার ছবি রয়েছে, সেই কারণে খাদান শো পাচ্ছে না। হল ডিস্ট্রিবিউশনের কারণে এটা হচ্ছে। একটু শান্ত হোন। একটু ধৈর্য ধরুন। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
উল্লেখ্য, দেব বারবার বলে এসেছেন বাংলা ছবির সঙ্গে থাকার কথা। চেষ্টা চালিয়ে যাচ্ছেন নানাভাবে। আবার বহুদিন পর দেব একদম হার্ডকোর বাংলা কমার্শিয়াল ছবিতে ব্যাক করেছেন। সুতরাং, তাঁর ভক্তদের মধ্যে যে উন্মাদনা থাকবে একথাও স্বাভাবিক। দেবের সঙ্গে এই ছবিতে রয়েছেন যীশু, ইধিকা এবং অন্যান্যরা।