Khakee The Bengal Chapter: যেখানে, বাংলার দাদাদের নিয়ে শো হচ্ছে, সেখানে আসল দাদা বাদ যাবেন? নিশ্চই না। অন্তত, নেটফ্লিক্সের বুকে খাঁকি দ্যা বেঙ্গল চ্যাপ্টার ছবির প্রমো দেখলে এটুকু বোঝা দায়, আদৌ বাংলার আসল যে দাদা, মহারাজ সৌরভ গাঙ্গুলি তিনি কতটা পারদর্শী।
মাঠের মহারাজ, সঞ্চালক হিসেবে দাপিয়ে বেড়াচ্ছেন বহুবছর ধরে। ফলে, স্ক্রিনের সঙ্গে তাঁর সম্পর্ক অনেকদিনের। তাই যখন, এই বাংলা নিয়েই জাতীয় স্তরে শো হচ্ছে, তখন কী করে, সৌরভ বাদ যান। তাই তো, পুলিশের পোশাক পড়ে, চোখে চশমা, হাতে লাঠি নিয়ে তিনি হাজির হলেন। আর সেখানে, ধরা পড়ল দারুণ অ্যাকশনের মাধ্যমেই নিজের অভিনয় স্বত্বা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন তিনি। দাদাকে দেখে সকলের তো মনে দারুণ আনন্দ। কিন্তু...
অভিনেতা সৌরভ গঙ্গোপাধ্যায় কি আসলেই প্রতিভাবান? তাঁকে দিয়ে কি মারামারি, ভিলেন পেটানো সম্ভব? সামনে প্রতিদ্বন্দ্বীর মুখ মনে করলেও মাঠের অ্যাগ্রেশন ফ্লোরে দেখাতে পারলেন না। বরং, তাঁর অভিনয়ের বহর দেখে অনেকেই স্তম্ভিত। তারপর এল, অ্যাকশনের প্রসঙ্গ। কিন্তু শুটিংয়ের প্রয়োজনে ৮ সেকেন্ডের মধ্যেই তাঁকে ভিলেনকে শায়েস্তা করতে হবে শুনেই বাকরুদ্ধ দাদা। এরপরই, তাঁর সামনে এল আসল ঘটনা। অর্থাৎ? কী করে রুপোলি পর্দার হিরো হতে হয়!
তাঁর সামনে চালানো হল, বাংলার সুপারস্টার জিতের খাঁকি দ্যা বেঙ্গল চ্যাপ্টার সিরিজের একটি দৃশ্য। যেখানে ফাইট করছেন অভিনেতা। ধুয়ে মুছে সাফ করে দিচ্ছেন ভিলেনদের। আর এই কান্ড যে ৮ সেকেন্ডের মধ্যে করতে হবে, এমনটা শুনেই মহারাজ বললেন... "না! প্লিজ! এটা আমায় দিয়ে হবে না।" অতএব, জিতের কাছে তিনি এঁটে উঠতে পারলেন না। কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিলেন যে তিনি প্রোমোশন অবশ্যই করবেন।
প্রসঙ্গে, একসময় মাঠ কাঁপালেও সৌরভ যে স্ক্রিপ্টেড ক্ষেত্রে বেশ ভালই অভিনয় করেন, সেকথা পরিষ্কার। শুধু তাই নয়, বেশিরভাগ ভক্তরাই তাঁকে মন্তব্য করেছেন, যে এহেন অভিনয় দেখার জন্যই তো এতদিন সকলে বসে ছিলেন। আবার কেউ বললেন, আপনার অভিনয় তো ভালই! আবার কেউ বললেন, অভিনয় ভালই হচ্ছে, এবার শুধু সামলে নিন মঞ্চটা।