ভুলবশত ইউটিউবে আপলোড হয়ে গিয়েছিল নতুন সিনেমা Khali the Killer। প্রেক্ষাগৃহে আসার আগেই সোনি পিকচারস গোটা ছবিটাই আপ করে দেয় ইউটিউবে। এক হলিউড রিপোর্টারের দেওয়া তথ্য অনুযায়ী ৩ জুলাই ৯০ মিনিটের নতুন এই ছবি আপ হয়ে যায় ইউটিউবে।
https://platform.twitter.com/widgets.js
আট ঘন্টা পর সোনি পিকচারের টনক নড়ে, যে আপ হওয়া ভিডিওটি ট্রেলার নয় গোটা সিনেমা। নজরে আসার পর রাতারাতি তা সরিয়ে ফেলা হয়। কিন্ত সেই আট ঘণ্টা যাদের নজর ছিল Khali the Killer ছবিটার ওপর, তাঁদের অনেকেই বিনামূল্যে ডাউনলোড করে নিতে পেরেছেন এই ছবি। তবে এই ভুলে যে একচেটিয়া প্রচার হল ছবির তা বলার জো রাখে না।
আপনি কি পেরেছেন ছবিটি ডাউনলোড করতে? তা না হলে ডিজিটালি কিনে ফেলুন ছবিটি। Khali the Killer ছবিটির চিত্রনাট্যকার ও পরিচালক জন ম্যাথিউ। ছবিটির মূল চরিত্রে রয়েছে রিচার্ড ক্যাবরাল। এই বছরের নভেম্বর মাসে ছবির প্রোডাকশন হাউজ Khali the Killer এর DVD লঞ্চ করবে বলে জানিয়েছে।