প্রথম দু-দফার বাকি আসনগুলিতে প্রার্থী ঘোষণা করল বিজেপি। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর থেকে ভোটে লড়বেন অভিনেতা হিরণ চট্টোপাদ্যায়। বাঁকুড়ার বড়জোরা আসনের প্রার্থী সুপ্রীতি চট্টোপাধ্যায়।
Advertisment
২০১৬ সালে খড়গপুর থেকেই জিতে বিধানসভায় গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু তিনি মেদিনীপুর থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর উপনির্বাচনে ওই কেন্দ্রে গেরুয়া প্রার্থীর পরাজয় ঘটে। খগড়পুর ফের দখল করে তৃণমূলের প্রদীপ সরকার। এবার নিজেদের কেন্দ্রে ফিরে পেতে বিজেপির হয়ে খড়গপুর কেন্দ্রে কে লড়াই করবেন তা নিয়ে জল্পনা ছিল। দিলীপ ঘোষকেই ফের খড়গপুরে প্রার্থী হিসাবে চাইছিল ওই কেন্দ্রের বিজেপি নেতা-কর্মীদের একাংশ। তারউপর প্রথম দু'দফার ভোটে খড়গপুর ও বড়জোরা ছাড়া বাকি সব কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে দেয় পদ্ম শিবির। ফলে খড়গপুরে বিজেপি প্রার্থী হিসাবে দিলীপবাবুর নাম নিয়ে জোর চর্চা চলছিল।
একুশের ভোটে খড়গপুর এবার দুই ফুল শিবিরের কাছেই সম্মানের লড়াই। পদ্ম বাহিনী তাদের হারানো কেন্দ্র ফিরে পেতে কাঁটা দিয়ে কাঁটা তোলার কৌশল নিয়েছে। তাই একদা তৃণমূলের রাজ্য কমিটির নেতা অভিনেতা হিরণকেই জোড়া-ফুর প্রার্থীর বিরুদ্ধে ভোট যুদ্ধে দাঁড় করালো বিজেপি। উপনির্বাচনের তৃণমূলের জয়ের কাণ্ডারী প্রদীপ সরকার এবারও শাসক দলের হয়ে নির্বাচনী ময়দানে নেমেছেন। আপাদমস্তক রাজনীতিবিদ প্রতিপক্ষের বিরুদ্ধে তাই রূপোলি জগতের চেনা মুখের জনপ্রিয়তাকে দিয়েই বাজিমাতের পথে পদ্ম শিবির।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন