scorecardresearch

ম্যাট্রিমোনি সাইটে বিজ্ঞাপন! পাত্রী খুঁজছেন ‘ক্ষীরের পুতুল’ সিরিয়ালের অভিনেতা সুমন

কীরকম পাত্রী চাই অভিনেতার?

suman-dey

সুদর্শন চেহারা। মহিলা অনুরাগীর সংখ্যও নেহাত কম নয়! ছোট থেকেই নাকি একাধিকবার প্রেমে পড়েছেন। কিন্তু এবার জীবনসাথী খুঁজতে ম্যাট্রিমোনিয়াল সাইটের দ্বারস্থ অভিনেতা! বলছি ‘ক্ষীরের পুতুল’ (Khirer Putul) ধারাবাহিকের রাজা সামন্তক ওরফে সুমন দে’র (Suman Dey) কথা। আজ্ঞে হ্যাঁ, ঠিকই পড়ছেন। টেলিভিশনের এই সুদর্শন অভিনেতাই কিনা পত্রীর সন্ধানে ম্যাট্রিমোনিয়াল সাইটে নিজের প্রোফাইল খুলেছেন।

অবাক হচ্ছেন তো! অস্বাভাবিক নয়। যে অভিনেতার মহিলা অনুরাগীর সংখ্যা কিনা উপচে পড়ছে সোশ্যাল মিডিয়ায়, সেই তিনি-ই কিনা পাত্রী চাই-এর বিজ্ঞাপন দিয়েছেন। টেলিপাড়ার কি তাহলে পাত্রীর কম পড়িয়াছে? এই খবর প্রকাশ্যে আসা মাত্রই গুঞ্জনের অন্ত নেই। ওদিকে অভিনেতা সুমন কিন্তু দিব্যি আত্মবিশ্বাসী এই বিষয়ে। বলছেন, অধিকাংশ বন্ধুবান্ধবদের বিয়ে হয়ে গিয়েছে। তাই এবার তিনিও চাইছেন বিয়েটা সেরে ফেলতে।

তা কীরকম পাত্রী চাই অভিনেতার? চাকুরীরতা তো বটেই! সঙ্গে সুন্দর, সাদামাটা। তবে মনের মিলটাই আসল, বলছেন অভিনেতা।ওদিকে সুমনের এমন কাণ্ড-কারখানায় তো হেসেই খুন তাঁর বন্ধু-বান্ধবরা। মশকরা করে অনেকেই বলেছে, যে কিনা স্কুলজীবন থেকে একাধিক প্রেম করে এসেছেন, তিনি বিয়ের জন্য পাত্রী জোটাতে পারলেন না! গত ১ মাস আগেই ম্যাট্রিমোনিয়াল সাইটে নিজের প্রোফাইল খুলেছেন ‘ক্ষীরের পুতুল’ ধারাবাহিকের অভিনেতা সুমন দে।

তা কেমন সাড়া মিলল ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে? অভিনেতা বলছেন, “ভালোই।” গত কয়েক দিনে বেশ কয়েকজনের সঙ্গে কথাও হয়েছে ফোনে। তবে পাত্রী নির্বাচন এখনও চূড়ান্ত হয়নি! তা সুমনের বিয়ের পরিকল্পনা কবে? এক্ষেত্রে তিনি অবশ্য খানিক সময় নিয়েছেন। বলছেন, ২০২২ সালের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসবেন।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Khirer putul actor suman dey is all set to get married