Khushi On Cosmetic Surgery: রূপোলি দুনিয়ার তারকাদের নিয়ে তো চর্চার শেষ নেই। একাধিক কারনে তাঁরা হয়ে উঠেন পেজ থ্রি-র ক্রিপসি আইটেম। বি-টাউনের গ্ল্যাম ডলদের মধ্যে কারা প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারি করেছেন তা নিয়ে আমজনতার উৎসাহ প্রবল। সেই সঙ্গে আবার কটাক্ষ করতেও ছাড়ে না। বলিউডের আইকন শ্রীদেবী কন্যা খুশি কাপুরের নাক আর ঠোঁট সার্জারি নিয়েও তাঁর দিকে ধেয়ে এসেছে কটাক্ষ।
তবে সেসব নিয়ে মোটেই অখুশি নন খুশি কাপুর। বরং বলেছেন, নিজের শারীরিক পরিবর্তন নিয়ে তিনি একাশো শতাংশ কমফোর্ট। আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে খুশি কাপুরের নতুন ছবি Loveyapa। তার আগে জোরকদমে চলছে সিনেমার প্রচার। Curly Tales-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রোল নিয়ে মুখ খুলেছেন খুশি।
তাঁর মতে, 'আমার মনে হয় না এটা এমন কোনও বড় ব্যাপার। মানুষ এটা ভেবে ভয় পায় যে প্রকাশ্যে সত্যিটা বলে দিলে যদি তাঁদের প্রতি ঘৃণা জন্মায়। কিন্তু, এটা বোঝে না অন্যভাবেও সে ঘৃমা বা অপছন্দের পাত্র হয়ে যেতে পারে। মানুষ ভাবে কারও প্রসঙ্গে এই প্লাস্টিক শব্দটাকে ব্যবহার করে তাঁকে লজ্জায় ফেলা যায় বা অপমান করা হয়।'
খুশি যোগ করেন, 'যদি এটা কারও জীবনে প্রকৃত অর্থে কাজে লাগে তাহলে তো খুবই ভাল। আমার কাছে এগুলো কোনও ব্যাপার নয়। আমি কমফোর্টেবল। আসল সমস্যাটা হল মানুষ নিজেদের সম্পূর্ণ সাজিয়েগুজিয়ে বলতে চায়, 'আমি ঠিক এইরকম বা আমি সৌন্দর্য সম্পূর্ণ প্রকৃতির দান।' এটা সৌন্দর্যের একটি অবাস্তব সংজ্ঞা। এটা অল্পবয়সী ছেলেমেয়েদেরকে ঠকানো।'
প্রসঙ্গত, ২০২৪-এর অগাস্টে সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ভিডিও ভাইরাল হয়। যেখানে মায়ের সঙ্গে একটি ইভেন্টে গিয়েছিলেন খুশি। ওই ভিডিও-তেই স্টার কিডের চেহারার আমূল পরিবর্তন নিয়ে চর্চা হয়। সেখানেই অভিনেত্রীর প্রতিক্রিয়া ছিল, তিনি নিজেকে সর্বদাই স্বচ্ছভাবে সকলের সামনে এভাবেই মেলে ধরতে পছন্দ করেন। উল্লেখ্য, সিনেমার প্রচারে সিদ্ধার্থ কাননের শোয়ে এসেছিলেন খুশি কাপুর।
সেখানে বিয়ের প্ল্যান শেয়ার করেছেন অভিনেত্রী। খুশি অকপটে বলেন, 'আমি মুম্বইয়ে বড় হয়েছি। বিয়ের পরও বাবা যে বিল্ডিংয়ে থাকেন সেখানেই আমি থাকব। বাবার বাড়ির কাছাকাছিই থাকব। আমার পরিবারে থাকবে স্বামী, দুই সন্তান আর অনেক পোষ্য।'
চর্চিত প্রেমিক ভেদাঙ্গ রায়নার সঙ্গে শ্রীদেবী কন্যা খুশি কাপুরের সম্পর্কের চর্চা এখন পেজ ৩-র হট কেক। আজকাল তো একাধিক জায়গায় সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন যুগলে। যদিও সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এটেছেন দুজনে। তবে বিয়ে নিয়ে একেবারে দিলদার আলোচনায় মাতলেন শ্রীদেবীর আদুরে কন্যা খুশি কাপুর।