Kiara Advani Pregnancy: দিনটা ছিল ৭ ফেব্রুয়ারি, ২০২৩। বিয়ের দুবছরের মধ্যেই সুখবর দিলেন মিসেস মলহোত্রা ওরফে কিয়ারা আডবাণী। নতুন বছরে জীবনের অন্যতম সেরা মুহূর্ত উপভোগ করছেন অভিনেত্রী। সিদ্ধার্থ মলহোত্রার হাতের উপর হাত, আর ছোট্ট একপাটি সাদা মোজা নিয়ে দুই থেকে তিন হওয়ার খবর দিলেন কিয়ারা। মিষ্টি মুহূর্ত উদযাপনের ছবি পোস্ট করে মম টু বি কিয়ারা লিখলেন, 'আমাদের জীবনের সেরার সেরা উপরাহর খুব শীঘ্রই আসছে।' সুখবর শেয়ার করতেই শুভেচ্ছায় ভাসছেন সিদ-কিয়ারা।
কবে পরিবারে খুদের আগমন ঘটছে সেটা অবশ্য এখুনি খোলসা করেননি তারকা দম্পতি। প্রসঙ্গত, ক্রিসমাসে পলকা ডট ড্রেস পরে সিদের সঙ্গে ছবি শেয়ার করতেই নেটনাগরিক ও কিয়ারার অনুগামীরা অনুমান করেছিলেন, অভিনেত্রী প্রেগন্যান্ট। অনুষ্কা শর্মা থেকে বিপাশা বসু সহ বলিউডের অনেক অভিনেত্রীই অন্তঃসত্ত্বার গোড়ার দিকে পলকা ডট ড্রেস পরই জনসমক্ষে এসেছিলেন। এটা যেন বলিউডের একটা ট্রেন্ড!
গত ৭ ফেব্রুয়ারি বিয়ের দু'বছর পূর্ণ হল সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবাণীর। সুন্দর একটি ভিডিও পোস্ট করে পার্টনারকে দ্বিতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন গ্ল্যাম ডিভা কিয়ারা। সিদ-ও তাঁদের বিয়ের অদেখা দুটি ছবি পোস্ট করে প্রিয়তমাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছিলেন।
ওয়েডিং অ্যানিভার্সরি সেলিব্রেশনের পরই সকলের সঙ্গে গুড নিউজ শেয়ার করলেন বলউডের পাওয়ার কাপল সিদ-কিয়ারা। রাজস্থানের জয়সলমীরে বসেছিল সিদ-কিয়ারার রূপকথার বিয়ের আসর। পরিবার ও কাছের বন্ধুবান্ধবদের নিয়ে হয়েছিল রাজকীয় বিয়ের অনুষ্ঠান। করণ জোহর, শাহিদ কাপুর, মণিশ মলহোত্রা ও মীরা রাজপুত উপস্থিত ছিলেন সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে।
সিদ্ধার্থ-কিয়ারর পাইপলাইনে রয়েছে বেশ কয়েকটি প্রজেক্ট। Maddock Films-এ একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন হবু মা-বাবা। এই মুহূর্তে দক্ষিণী অভিনেতা যশের সঙ্গে Toxic-এর শুটিং করছেন কিয়ারা। এছাড়াও হৃত্বিক রোশনের সঙ্গে War 2 ও রণবীর সিংয়ের সঙ্গে Don 3-তে কাজ করবেন উড বি মাম্মি কিয়ারা আডবাণী। অন্যদিক সিদ্ধার্থও তাঁর আগামী ছবির নাম ঘোষণা করেছেন। নভেম্বরে মুক্তি পাবে সিদের নতুন ছবি।