Advertisment

Siddharth Malhotra: প্রকাশ্য মঞ্চে মা-ভাইয়ের সামনে কার সঙ্গে এতটা ঘনিষ্ঠ সিদ্ধার্থ? ডাক পড়ল কিয়ারার…

সিদ্ধার্থ মালহোত্রা শুক্রবার ডিজাইনার জুটি শান্তনু এবং নিখিলের জন্য শোস্টপার হয়েছিলেন। একজন মডেলের সঙ্গে অভিনেতার ফ্লার্টেট রসায়নের ভিডিও অনলাইনে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Sidharth Malhotra

শান্তনু এবং নিখিলের ক্যুচার শো থেকে সিদ্ধার্থ মালহোত্রার ভিডিও ভাইরাল হয়। (ছবি: ভাইরাল ভায়ানি/ইনস্টাগ্রাম)

অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা শুক্রবার দিল্লিতে ৭০-এর দশকের থিমযুক্ত কউচার শোতে ডিজাইনার শান্তনু এবং নিখিলের জন্য শোস্টপার ছিলেন। ফ্যাশন শো-টির বেশ কিছু ভিডিও এবং ছবি অনলাইনে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। ভিডিওগুলির একটিতে, একটি ঝলমলে গাউন পরিহিত একজন মডেলকে র‍্যাম্পে হাঁটার সময় সিদ্ধার্থকে তার কাছে টেনে নিতে দেখা যায়। ভক্তদের কাছ থেকে যে প্রতিক্রিয়া মিলেছে সেটি যথেষ্ট যুক্তিযুক্ত।

Advertisment

মঞ্চে তাদের চটকদার রসায়ন দেখে অনুরাগীরা চমকে উঠেছেন। সিদ্ধার্থের স্ত্রী কিয়ারা আদৌ এই সম্পর্কে জানেন কিনা, তাঁদের প্রশ্ন এটাই। সিদ্ধার্থকে যেভাবে ঘনিষ্ঠ হতে দেখা গেল সেই মডেলের সঙ্গে, তাতে বাঁকা চোখে তাকিয়েছেন অনেকেই।

কিয়ারা তুমি কই গেলে? ভক্তরা এমন প্রশ্নেই ভরিয়েছেন সমাজ মাধ্যমের পাতা। যদিও বা তারকা দম্পতিদের ক্ষেত্রে একথা নতুন না। আগেও, ভিকি কৌশলের নানা হট অবতার দেখে অনেকেই ক্যাটরিনা কাইফকে ডাক দিয়েছিলেন। কিংবা দীপিকা পাডুকোনকে পাঠান ছবিতে দেখার পর, রণবীর সিং -এর উপস্থিতি নিয়েও উঠেছিল প্রশ্ন। দর্শকরা যে মন্তব্য করেছেন...

"যখন সেই মেয়েটি সিদ্ধার্থের ওপর নিজেকে ছুড়ে দিচ্ছিল তখন তাঁকে অস্বস্তিকর লাগছিল।" অন্য একজন লিখেছেন, "তাঁকে অস্বস্তিকর দেখাচ্ছে।" কিছু ভক্ত তাদের মন্তব্যে কিয়ারা আডবাণীকে ট্যাগ করেছেন এবং লিখেছেন, "বোন, আমি তো সহ্য করব না। তোমার অনেক ধৈর্য। অন্য একজন মন্তব্য করেছেন, "আমরা এইসব দেখে সহ্য করতে পারিনি কিয়ারা," যখন তৃতীয় একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, "কিয়ারা তুমি সেখানে ছিলে যখন এটা ঘটছে?"

শান্তনু এবং নিখিলের বিলাসবহুল পোশাক বারবার নজর কেড়েছে। ২০২৪ সংগ্রহে জিনাত আমানকে দেখা গিয়েছে তাঁর পোশাকে। ৭০ এর দশকের স্টাইলের এক অনন্য ধরনে র‍্যাম্প মাতিয়েছিলেন তিনি। হৃতিক রোশনের বান্ধবী, অভিনেতা এবং গায়ক সাবা আজাদকে তার ব্যান্ডমেট ইমাদ শাহের সাথে ৭০-এর ধাঁচের সঙ্গীত পরিবেশন করতে দেখা গেছে। অনুষ্ঠানে সিদ্ধার্থ মালহোত্রার মা ও ভাইও উপস্থিত ছিলেন।

bollywood Entertainment News Kiara Advani Sidharth Malhotra
Advertisment