Kiara Don 3: গত সোমবার সোশ্যাল মিডিয়ায় যৌথভাবে দুই থেকে তিন হওয়ার সুখবর দিয়েছেন বলিউডের 'পাওয়ার কাপল' সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবাণী। পরিবারে এখন খুশির মরশুম। সতীর্থ থেকে ভক্তরা শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন হবু মা-বাবাকে। কিন্তু, কিয়ারার অনুরাগীদের জন্য রয়েছে একটা মন খারাপ করা খবর। ইন্ডাস্ট্রির কানাঘুষো, আপাতত লাোইট-ক্যমেরা-অ্যাকশন থেকে দূরে থাকবেন। প্রেগন্যান্সিটাই উপভোগ করতে চান মম টু বি কিয়ারা।
আর সেই জন্যই ফারহান আখতারের ডন ৩ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। যদিও এই খবরে কিয়রা বা পরিচালক-প্রযোজনা সংস্থা সিলমোহর দেয় নি। পিঙ্কভিলার রিপোর্ট মোতাবেক, কিয়ারা আডবাণী এই মুহূর্তে মাতৃত্ব উপভোগ করতে ব্যস্ত। ব্যক্তিগতজীবনই এখন তাঁর কাছে গুরুত্বপূর্ণ। সেই জন্যই ডন ৩ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হবু মা।
গত বছর এক্সেল এন্টারটেইনমেন্টের তরফে আনুষ্ঠানিকভাবে ডন ইউনিভার্সে কিয়ারার নাম ঘোষণা করা হয়েছিল। রণবীরের বিপরীতে তিনিই ছিলেন কেন্দ্রীয় চরিত্রে। কিয়ারাো তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই পোস্ট রি-শেয়ার করেছিলেন। ডন ৩-তে রণবীর-কিয়ারা জুটির অন স্ক্রিন রসায়নের অপেক্ষায় ছিল দর্শক। কিন্তু, লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী, 'সে গুড়ে বালি'। তবে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না হওয়ায় এখনও কিয়ারার ভক্তরা কিছুটা আশা জিইয়ে রাখছেন। এখন অপেক্ষা রণবীরের সঙ্গে কিয়ারা আডবাণী-ই ডন-এ স্ক্রিন শেয়ার করবেন না অন্য কোনও অভিনেত্রী?
সিদ্ধার্থ মলহোত্রার হাতের উপর হাত, আর ছোট্ট একপাটি সাদা মোজা নিয়ে মা হওয়ার সুখবর দিয়েছেন কিয়ারা আডবাণী। মিষ্টি মুহূর্ত উদযাপনের ছবি পোস্ট করে মম টু বি কিয়ারা লিখলেন, 'আমাদের জীবনের সেরার সেরা উপহার খুব শীঘ্রই আসছে।' সুখবর শেয়ার করতেই শুভেচ্ছায় ভেসেছেন সিদ-কিয়ারা। কবে পরিবারে খুদের আগমন ঘটছে সেটা অবশ্য এখুনি খোলসা করেননি তারকা দম্পতি।
প্রসঙ্গত, ক্রিসমাসে পলকা ডট ড্রেস পরে সিদের সঙ্গে ছবি শেয়ার করতেই নেটনাগরিক ও কিয়ারার অনুগামীরা অনুমান করেছিলেন, অভিনেত্রী প্রেগন্যান্ট। অনুষ্কা শর্মা থেকে বিপাশা বসু সহ বলিউডের অনেক অভিনেত্রীই অন্তঃসত্ত্বার গোড়ার দিকে পলকা ডট ড্রেস পরই জনসমক্ষে এসেছিলেন। এটা যেন বলিউডের একটা ট্রেন্ড!