/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/ieg-kapil-sharma-show-25.jpg)
আচমকা হাসপাতালে কিয়ারা!
Kiara Advani News: বছরের শুরুতেই কী হল বলি ডিভা কিয়ারা আডবাণীর? হাসপাতালে ভর্তি হয়েছেন সিদ্ধার্থ ঘরণী? তাহলে কোনও সুখবরের অপেক্ষা না অন্য কিছু? হাসপাতালে ভর্তির খবর চাউর হতেই অভিনেত্রীর ভক্তদের একাংশের মনে প্রশ্ন জাগছে দুই থেকে তিন হচ্ছেন? কেউ আবার চিন্তিত আচমকা কী হল কিয়ারার? অভিনেত্রীর মুখপাত্র জানিয়েছেন, কিয়ারার শরীর ভাল নেই। তবে হাসপাতালে ভর্তি নন। চিকিৎসক তাঁকে কিছুদিন বিশ্রাম নিতে বলেছেন।
প্রসঙ্গত, শনিবার সকালে শোনা যায় কিয়ারা আডবাণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছ। কিন্তু, বিষয়টা আদতে তা নয়। গুজব উড়িয়ে কিয়ারার মুখপাত্র বলেছেন, ' কিয়ারা আডবাণীকে হাসপাতালে ভর্তি করা হয়নি। চিকিৎসক তাঁকে আগামী কয়েকটা দিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। দীর্ঘদিন একটানা কাজ করছেন কিয়ারা।
সেই জন্য অসুস্থ হয়ে পড়েছেন। তাই আপাতত কিছুদিন বিশ্রামে থাকবেন।' সেই জন্য এইদিন বিকেলে কিয়ারার আপকামিং ছবি গেম চেঞ্জারের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। সাংবাদিক সম্মেলনের মাধ্যমেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু, অসুস্থতার কারণে কোনওভাবেই কিয়ারার পক্ষে অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
অভিনেত্রীর টিমের তরফে জানানো হয়েছে, একটানা কাজ করার জন্য অসুস্থ হয়ে পড়েছেন। আপাতত তাঁকে কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। রাম চরণের সঙ্গে গেম চেঞ্চারে দেখা যাবে গ্ল্যাম ডিভা কিয়ারাকে। লখনউতে সিনেমা টিজার লঞ্চের অনুষ্ঠানে হাজির ছিল টিম গেম চেঞ্জার।
কয়েক মিনিটের টিজারে ধুঁয়াধার অ্যাকশন অবতারে নজর কাড়েন রাম চরণ। অন্যদিকে রয়েছে কিয়ারার সঙ্গে রোম্যান্সও। আগামী ১০ জানুয়ারি মুক্তি পাবে রাম চরণ-কিয়ারা আডবাণী অভিনীত গেম চেঞ্জার। ২০২৩-এর ৭ ফেব্রুয়ারি ,সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কিয়ারা।
রাজস্থানে বসেছিল সিদ-কিয়ারার রাজকীয় বিয়ের আসর। শেরশাহ ছবিতে একসঙ্গে কাজ করার সময়ই একে অপরের কাছাকাছি আসেন। ধীরে ধীরে সম্পর্কের বন্ধন আরও মজবুত হয়েছে। প্রেম পরিণতি পেয়েছে বিয়েতে। ইন্ডাস্ট্রিতে পাওয়ার কাপল-র তকমা পেয়েছেন এই সেলেব দম্পতি।