/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/kiara.jpg)
kiara advani- ঠিক কী করেছিলেন কিয়ারা?
অভিনেত্রী কিয়ারা আডবানি চোর? তিনি কী এমন করেছিলেন যে শাহিদ কাপুর প্রকাশ্যেই তাঁকে বলে বসেন, যে এতকিছু করতে পারে, তাঁকে দিয়ে চুরি এমন কিছু বড় কথা নয়। আর সেই কথা শুনেই...
শাহিদ ঠিক এমন কথাই বলেছিলেন যে, কারওর নাম চুরি করতে পারেন সে নাকি আরও অনেক কিছুই করতে পারে। প্রকাশ্যে এমন কথা শুনেই কিয়ারা যেন না হেসে আর থাকতে পারলেন না। একসময় কপিল শর্মা শোয়ে এসে এমন ঘটনার উত্থাপন হয়েছিল। তখন ইন্ডাস্ট্রিতে নতুন নতুন কিয়ারা। সদ্য কবির সিং করে জনপ্রিয়তা পেয়েছেন। তারপরই...
একেই তো তাঁর আসল না কিয়ারা নয়। যদিও নাম পরিবর্তন করা ইন্ডাস্ট্রিতে কোনও নয়া ঘটনা নয়। কিয়ারার ক্ষেত্রেও ঠিক একইরকম ঘটনা ঘটেছে। যারা জানেন না, তাদের উদ্দেশ্যে, কিয়ারার আসল নাম আলিয়া। ইন্ডাস্ট্রিতে যখন তিনি আসবেন বলে ভাবছেন তখন আলিয়া নাম করে ফেলেছেন। সেই কারণেই নিজের নাম বদলে ফেলেন তিনি।
কিন্তু, প্রশ্ন আসলে এখানেই শাহিদ কেন তাঁকে একথা বললেন? আসলে কপিল তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, 'আপনি নাকি স্কুলে এরওর পেনসিল, রাবার সব চুরি করে নিতেন?' এটুকু শুনেই, হেসে ওঠেন কিয়ারা। বলেন, 'এই না! আমি চোর না কিন্তু'... তাঁর হাসি থামল না। এটুকু বোঝার যে তিনি একটু হলেও সত্যি কথা বলছেন। এরপরই শাহিদ যা বলে বসলেন...
কিয়ারার হাসি দেখে শাহিদ থামার না। বরং বলে বসলেন, "ঠিক আছে কিয়ারা! থাক না? আমাদের সকলের একেকটা গল্প রয়েছে। এটা নতুন ঘটনা না। কিন্তু, হ্যাঁ! যে কারওর নাম চুরি করতে পারে, সে সব করতে পারে।" ব্যাস... ওমনি ফ্লোর জুড়ে হাসির বন্যা।
উল্লেখ্য, একদিকে কিয়ারাকে দেখা যেতে চলেছে রামচরণের সঙ্গে নতুন ছবিতে। অন্যদিকে, শাহিদের শেষ রিলিজ তেরি বাতো মে এসা উলঝা জিয়া বেশ পছন্দ করেছেন দর্শকরা।