অর্জুন রেড্ডির হিন্দি ছবিতে শাহিদ কাপুরের বিপরীতে কিয়ারা আদবানি

লাস্ট স্টোরিজে অভিনয় করে সম্প্রতি খবরে এসেছেন কিয়ারা আদবানি। এবার তিনি আসতে চলেছেন অর্জুন রেড্ডির হিন্দি রিমেকে। তাও আবার শাহিদ কাপুরের বিপরীতে।

লাস্ট স্টোরিজে অভিনয় করে সম্প্রতি খবরে এসেছেন কিয়ারা আদবানি। এবার তিনি আসতে চলেছেন অর্জুন রেড্ডির হিন্দি রিমেকে। তাও আবার শাহিদ কাপুরের বিপরীতে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কিয়ারা আদবানি জুটি বাঁধতে চলেছেন শাহিদ কাপুরের সঙ্গে।

কিয়ারা আদবানি জুটি বাঁধতে চলেছেন শাহিদ কাপুরের সঙ্গে। তেলুগু ব্লকবাস্টার ছবি 'অর্জুন রেড্ডি'-তে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। সম্প্রতি নেকফ্লিক্সের 'লাস্ট স্টোরিজে'-ও দেখা গিয়েছে তাঁকে। এবার এই ছবিতে শাহিদ কাপুরের প্রেমিকার ভূমিকায় কিয়ারা। কিয়ারা বলেন, "অর্জুন রেড্ডি আমার সবসময়ের প্রিয় ছবি। নায়িকার চরিত্রের অনেকগুলো শেডস রয়েছে। আমি ভীষণই উত্তেজিত''।

Advertisment

তেলুগু 'অর্জুন রেড্ডি'-তে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় দেবেরাকোণ্ডা। তাঁর বিপরীতে ছিলেন শালিনী পাণ্ডে। সূত্র মারফৎ জানা গেছে, 'অর্জুন রেড্ডি'-র শুটিং শুরু হবে জুলাই মাসে। ঠিক কোথায় কোথায় ছবির শুটিং হবে তা পাকাপাকি ভাবে স্থির না হলেও, শুটিং ভারতের পাশাপাশি বিদেশেও হতে চলেছে বলে জানা গেছে।

আরও পড়ুন, কফি উইথ করণের ছয় নম্বর সিজনে অর্জুন কাপুরের সঙ্গে ডেবিউ করছেন জাহ্নবী কাপুর

Advertisment

এই আধুনিক দেবদাসের মেকওভার ছবিটি দেশজুড়ে প্রায় পঞ্চাশ কোটি টাকার ব্যবসা করে। এ ছবির কেন্দ্রীয় চরিত্র একজন ডাক্তার, যিনি প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পর সেলফ-ডেস্ট্রাকটিভ হয়ে ওঠেন। 'অর্জুন রেড্ডি' ছবিটি প্রশংসা কুড়িয়েছিল 'বাহুবলী' পরিচালক রাজামৌলিরও।

হিন্দি 'অর্জুন রেড্ডি'-ও পরিচালনা করবেন সন্দীপ ভাঙ্গা। 'অর্জুন রেড্ডি'-র হাত ধরেই বলিউডে পা দিতে চলেছেন তিনি। হিন্দি ছাড়া তামিলেও এ ছবির রিমেক হতে চলেছে। সামনের মাসের ফ্লোরে আসতে চলেছে এই ছবি। সম্প্রতি মুক্তি পেয়েছে শাহিদ কাপুরের ছবি 'বাত্তি গুল মিটার চালু'। অন্যদিকে, ২১০৪ সালে 'ফাগলি' ছবিতে ডেবিউ করেছিলেন কিয়ারা, কিন্তু নজরে আসেন ২০১৬-য় 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'-তে অভিনয় করে। করণ জোহরের পরিচালনায় 'লাস্ট স্টোরিজ' তাঁর এখনও পর্যন্ত শেষ কাজ।

arjun reddy shahid kapoor