scorecardresearch

মালাবদলে নাচ-খুনসুঁটি, ঠোঁটে-ঠোঁট! সূর্যগড়ে রূপকথার বিয়ে ‘হির-রাঞ্ঝা’ সিদ্ধার্থ-কিয়ারার

সিড-কিয়ারার বিয়ের প্রথম ভিডিও প্রকাশ্যে, তোলপাড় নেটপাড়া।

SIDHARTH KIARA WEDDING, Kiara Advani-Sidharth Malhotra wedding, Sid kiara wedding, Sidharth Malhotra, Kiara Advani, Kiara Advani NEWS, সিদ্ধার্থ কিয়ারা, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবানি, সিড-কিয়ারা, সিদ্ধার্থ কিয়ারার বিয়ে, বলিউডের খবর, সিদ্ধার্থ কিয়ারার রিসেপশন
সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ভিডিও প্রকাশ্যে, দেখুন

পরনে গোলাপি রঙের লেহেঙ্গা। পা থেকে মাথা অবধি হিরের গয়নায় মোড়া। ইয়াব্বড় রাজফটক খুলতেই একেবারে রাজকন্যের মতো বিয়ের মণ্ডপে এলেন কিয়ারা আডবানি। মাথায় ধরা ফুলের চাদর। ওদিকে কনেকে দেখে আবেগে ভাসলেন সিদ্ধার্থ। চোখেমুখে খুশি যেন আর ধরছে না সিড-কিয়ারার! তারপরই এক রূপকথার বিয়ের সাক্ষী থাকল প্যালেসে উপস্থিত সকলে।

মনীশ মালহোত্রার পোশাকে কিয়ারার সৌন্দর্য্যের সঙ্গে দিব্যি পাল্লা দিচ্ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। ঘিয়ে রঙের শেরওয়ানি। মাথায় পাগড়ি। গলায় বরমালা পরে কিয়ারার জন্য অপেক্ষারত অবস্থায় দাঁড়িয়েছিলেন প্রাসাদের দালানে। কিয়ারার মণ্ডপে আসতে খানিক দেরি হওয়ায়, হাতের ঘড়ি দেখিয়ে সময়ের কথাও মনে করিয়ে দিলেন সিদ্ধার্থ। এরপরই এল সেই বিশেষ মূহূর্ত!

একে-অপরকে বর-কনে বেশে দেখেই জড়িয়ে ধরলেন সিদ্ধার্থ-কিয়ারা। মালাবদলের আগে অবশ্য খুনসুঁটি করার সুযোগও ছাড়লেন না অভিনেতা। তবে কনে কিয়ারাও নাছোড়বান্দা! বরের গলায় মালা দিয়ে তবে তিনি ক্ষান্ত হলেন। এরপরই আবেগপ্রবণ দেখা গেল দুই তারকাকে। আলিঙ্গন করার পাশাপাশি মিলে গেল একে-অপরের ঠোঁট। আর নেপথ্যে চলছে, তাঁদেরই ‘শেরশাহ’ সিনেমার গান ‘রাঞ্ঝা’। যেন এক রূপকথায় বিয়ে। চক্ষু-কর্ণ বিবাদ ভঞ্জন করে উপস্থিত সকলে সেই মুহূর্তের সাক্ষী থাকল। আর সেই বিয়ের সেই ভিডিও-ই শুক্রবার সকালে প্রকাশ্যে আনলেন সিদ্ধার্থ-কিয়ারা।

যা দেখে টোলপাড় নেটপাড়া। চোখে জল অনুরাগীদের। কমেন্ট বক্সে চোখ রাখলেই সিড-কিয়ারার ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ছে। শুভেচ্ছা জানিয়ে খুশির আমেজে বলিপাড়ার তারকারাও। করণ জোহর, নেহা ধুপিয়া, নীতু কাপুর, মীরা রাজপুত, অন্যন্যা পাণ্ডের মতো অনেকেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নবদম্পতিকে।

[আরও পড়ুন: কিয়ারার বিয়ের পোশাকে সিদ্ধার্থের ‘মৃত পোষ্যের’ মুখ! নতুন বৌমার কীর্তিতে চোখে জল]

মঙ্গলবারই সূর্যগড় প্রাসাদে চার হাত এক হয় বলিউড তারকাজুটির। বুধবার দুপুরে দিল্লিতে পৌঁছন সিদ্ধার্থ-কিয়ারা। বৃহস্পতিবারই সেখানে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়ে রিসেপশন হয়। এবার ১২ তারিখ মুম্বইয়ের সেন্ট রেগিস-এ গ্র্যান্ড রিসেপশন বলিউড সহকর্মীদের জন্য।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Kiara advani sidharth malhotra kiss after exchanging garlands watch