scorecardresearch

‘ঠিক জমল না..’, ক্যাটরিনার জায়গা নিয়েও দর্শকদের মন গলাতে পারলেন না কিয়ারা?

ক্যাটরিনার জুতোয় পা গলালেন কিয়ারা, তারপর?

কিয়ারার নতুন লুক!
কিয়ারার নতুন লুক!

অভিনেত্রীদের মধ্যে ক্যাটফাইট শব্দটা খুব জনপ্রিয় হলেও দুই অভিনেত্রীর প্রিয় ব্র্যান্ড নিয়ে লড়াই করছেন তাও আবার ভক্তরা একথা খুব কমই শোনা যায়। যদিও বা, নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের পরিচিত মুখ দর্শকদের কাছে অন্যমাত্রা এনে দেয়। Slice -এর ক্ষেত্রে ঠিক তেমন ক্যাটরিনা কাইফ। এবার সেই জায়গায় কিয়ারা আডবাণী, তারপরেই শোরগোল!

Slice – ক্যাটরিনা কাইফ প্রথম দিন থেকে জুড়ে রয়েছেন। তাঁকে দেখেই একসময় এই ব্র্যান্ডের সঙ্গে ভালবাসায় জড়িয়েছিলেন অনেকে। কিন্তু সেই জায়গায়, এখন কিয়ারা। যেই বিজ্ঞাপন নজরে আসতেই রেগে আগুন অনেকে। ক্যাটরিনাকে বাদ দিয়ে কিয়ারা কেন? এখন এই প্রশ্নই সকলের মুখে। তাঁদের কথায়, একেবারেই কিয়ারাকে মানাচ্ছে না। বরং ক্যাটরিনা ভাল ছিলেন। এখানেই শেষ নয়। সিদ্ধার্থ ঘরণীর জুটল চুরির তকমাও।

বলিউডের যদিও বা অনেকেই কিয়ারাকে সাধুবাদ জানিয়েছেন তবে, সাধারণ জনগণের একেবারেই ক্যাটরিনার জায়গায় অন্য কাউকে পছন্দ নয়। সেই হলুদ পোশাক, আমের রস, সেই সুগন্ধি – কিন্তু কিয়ারা যেন একেবারেই জমলেন না বিজ্ঞাপনের ক্ষেত্রে। তাই তো সকলের একটাই বক্তব্য, ক্যাটরিনা একেবারেই সঠিক ছিলেন, কিয়ারা এক্কেবারে সঠিক নয়। তাদের অনেকেই বিরোধিতা করলেন এই বিষয়ের।

তাদের কথায়, কিয়ারাকে ভাল লাগছে, কিন্তু ক্যাটরিনা একদম যোগ্য ছিলেন এই চরিত্রে এর থেকে আর বেশি কিছু বলার নেই। আবার কেউ বললেন, আমার কিয়ারা পছন্দ কিন্তু slice এর জন্য ক্যাটরিনা একদম সঠিক। ক্যাটরিনাকে দেখে যা আনন্দ তারা পেতেন সেটা কিয়ারাকে দেখে হচ্ছে না বলেই দাবি করেছেন তাঁরা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Kiara replaced katrina for ad netizens reacted