ফেস্টিভ্যালের সাত দিনের আর মোটে চারদিন বাকি। ইতিমধ্যেই বেশ কিছু ভাল ছবি দেখানো হয়ে গিয়েছে। তবে হতাশ হওয়ার কিছু নেই আরও কিছু ভাল ছবি অপেক্ষা করছে আপনাদের জন্য। অস্ট্রেলিয়া এবছরে ফোকেস কান্ট্রি হওয়ার সেই দিকে নজর তো থাকবেই কিন্তু বিশ্ব সিনেমার নিরিখে কালজয়ী সিনেমার আস্বাদন করতে পারেন আপনি। আপনি যে তালিকা নিয়ে তৈরি থাকবেন এটাই স্বাভাবিক। এতগুলো ছবির মধ্যে কোনটা দেখবেন আর কোনটা ছাড়বেন ভেবে নিয়েছেন যখন, তাহলে পথ চলতি একবার চোখ বুলিয়ে নিতে পারেন এই তালিকায়। আপনাদের পছন্দ হয়ে যেতেই পারে আমাদের চতুর্থ দিনের বাছাই:
উইন্টার লাইট- দিনের প্রথমেই বার্গম্যান মিস করা চলবে না। নন্দন ওয়ানে সকাল নটায় দেখা যাবে উইন্টার লাইট। ইঙ্গমার বার্গম্যানকে এ বছর সেন্টিনারি ট্রিবিউট দেওয়া হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসবের পক্ষ থেকে। আর বার্গম্যান মানেই তো ক্লাসিক ছবি।
আমারকর্ড- নন্দন ওয়ান থেকে বেরোনোর পর আবার আপনাকে দাঁড়াতে হবে একই হলের লাইনেই। কারণ ১১.৪৫ এ নন্দন ওয়ানেই রয়েছে ফেলিনির কাল্ট ছবি আমারকর্ড। ১৯৭৪ সালে অস্কার পেয়েছিল এই ছবি।
ব্রেথ- নন্দন ওয়ানেই বিকেল ৫টায় রয়েছে সাইমন বেকারের ছবি ব্রেথ। পরিচালক হিসাবে এই ছবিতেই ডেবিউ করেছেন তিনি। এবছর কনটেম্পরারি অস্ট্রেলিয়ান ছবির বিভাগে রয়েছে ব্রেথ।
সং অফ সাইলেন্স- নন্দন চত্বর থেকে না বেরোতে চাইলে নন্দন টুতেও ৫.১৫ য় দেখে নিতে পারেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবি সং অফ সাইলেন্স। ভারতীয় ভাষার প্রতিযোগীতা বিভাগে রয়েছে এই ছবি।
হিউম্যান, স্পেস, টাইম অ্যান্ড হিউম্যান- আর কিছু দেখুন আর নাই দেখুন আজ সন্ধ্যে ৭.১৫ য় নন্দন ওয়ানে জাস্ট বাদ দেওয়া যাবে না কিম কি ডুকের হিউম্যান, স্পেস, টাইম অ্যান্ড হিউম্যান।