/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/kiff-ending-final.jpg)
কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের সমাপ্তি অনুষ্ঠানে তারকা সম্মোহন।
শনিবার নজরুল মঞ্চে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা হল ২৪ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আনন্দের শহরে বিশ্ব সিনেমার সম্মোহনে এক হয়ে গিয়েছিলেন সিনেমাপ্রেমী দর্শক এবং পরিচালক, শিল্পীরা। আগেই জানা গিয়েছিল সমাপ্তি অনুষ্ঠানে হাজির থাকছেন তাব্বু, সুজিত সরকার। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন না, একথা জানা গেল প্রায় শেষ লগ্নে। সরকারের হয়ে এদিন উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস প্রমুখ। সমাপ্তি অনুষ্ঠানের সূচনা হল ডোনা ও সানা গঙ্গোপাধ্যায়ের নাচের পারফরম্যান্স দিয়ে। এদিন সিনেমা নিয়ে কথা বললেন কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী না থাকতে পারলেও আয়োজন ও উদযাপনে খামতি রাখতে দেননি তিনি।
কলকাতা চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে তাব্বু।#kiff2018pic.twitter.com/jspDpT77mF
— IE Bangla (@ieBangla) November 17, 2018
আর শেষ দিনেই ঘোষনা হল শ্রেষ্ঠ ছবির তালিকা।আন্তর্জাতিক বিভাগে শ্রেষ্ঠ ছবির তকমা জুটল 'দ্য থার্ড ওয়াইফ' ছবির। ভিয়েতনামের এই ছবির পরিচালক আশ মেফেয়ার। সেরা পরিচালক হলেন ইজিপ্টের আবু বাকর শাওকি, 'জাজমেন্ট ডে' ছবির জন্য। মুভিং ইমেজে জুরি স্পেশাল পুরস্কার পেলেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, 'তারিখ' ছবির জন্য। আর হীরালাল সেন অ্যাওয়ার্ড ঝুলিতে পুরল 'উইডো অফ সাইলেন্স' ছবিটি। 'সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে' ছবির জন্য সেরা পরিচালক হলেন অরিজিত বিশ্বাস। এই বিভাগেই 'কেদারা' ছবির জন্য সেরা অভিনেতা হলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। নেটপ্যাক বিভাগে সেরা ছবি 'দ্য সুইট রিকুয়েম'।
অনুষ্ঠানের সূচনায় ডোনা গগঙ্গোপাধ্যায় ও সানা#KIFF2018pic.twitter.com/OmQR5L2Ny5
— IE Bangla (@ieBangla) November 17, 2018
তবে অস্ট্রেলিয়া ও টিউনিসিয়া স্পেশাল ফোকাসে থাকলেও তাদের অধরাই থাকল পুরস্কার। সব মিলিয়ে বেশ জমজমাট ছিল এদিনের সমাপ্তি অনুষ্ঠান। তবে সামনের বছর পঁচিশে পা দিচ্ছে এই সিনেমার মেলা। সরকার যে আরও বেশি কোমর বেঁধে তৈরি হবে, সেটা বোঝাই যাচ্ছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us