মমতা বন্দ্যোপাধ্যায়কে নাচিয়ে ছাড়লেন সলমন খান। ভাইজানের অনুরোধ ফেলতে পারলেন না দিদি। শুধু তাই নয়, রীতিমতো সকলকে সঙ্গ দিলেন তিনি।
Advertisment
এবারের KIFF এর আনুষ্ঠানিক গান গেয়েছেন অরিজিৎ সিং। বেশ রিদমিক একটি গান গেয়েছেন শিল্পী। আর সেই গান শুনেই নিজেকে থামিয়ে রাখতে পারলেন না। সলমন এবং অনিল কাপুরকে মাথা হেলাতে দেখেই জুনের অনুরোধ এবার, একটু নাচ হোক। সেই অনুরোধ শুনতেই তারা দিদির দিকে এগিয়ে গেলেন।
মমতা বন্দ্যোপাধ্যায়কে নাচতে বাধ্য করলেন তারা। সলমন এবং অনিল হাত বাড়িয়ে এগিয়ে গেলেন তাঁর দিকে। তারপর? নিজের জায়গা ছেড়ে উঠে এলেন মুখ্যমন্ত্রী। ভাইজানের হাত ধরেই হালকা নাচ করতে শুরু করলেন। আর এই মুহূর্ত উপভোগ করলেন সকলে। ফিল্মের মানুষরা তো বটেই, দিদির নাচ দেখে সবাই উচ্ছসিত।
Advertisment
অরিজিৎ এর গানে মাতোয়ারা গোটা ফিল্ম ফেস্টিভাল। গতবছরের এক ঘটনা যেন নিমেষেই মিলিয়ে গেল। সেদিন অরিজিৎ উপস্থিত ছিলেন স্টেজে। মুখ্যমন্ত্রীর সামনে গেয়েছিলেন শাহরুখের গান 'গেরুয়া'। তারপরই বিতর্ক। কিন্তু, সেই সব ঘটনা আজ ভুয়ো, অতীত প্রমাণ করে অরিজিৎ গাইলেন গান। সেই তালে হালকা কোমর দোলালেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ স্টেজের সকলে।