/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/PP-12-KIFF29-33.jpg)
কারা পেলেন পুরস্কার? ছবি- পার্থ পাল
দীর্ঘ এতবছর ধরে বাংলার মানুষদের মনোরঞ্জন করে চলেছেন যারা, তাদের এই মঞ্চে সম্মাননা না জানালে হয়? সেই অনুষ্ঠান বাদ গেল না। বরং মুম্বইয়ের শিল্পীদের পাশাপাশি এবার বাংলার শিল্পীদের বরণ করে নিলেন এই প্রজন্মের তারকারা।
একে একে পুরস্কার পেলেন সকলেই। দীর্ঘ ৬০ বছর ধরে যারা বাংলার মানুষের সুখে দুঃখে সঙ্গে থেকেছেন। যাদের কারণেই মানুষ হেসেছেন কেঁদেছেন, তাদের বিশেষ সম্মাননা দেওয়া হল এবারের মঞ্চে। এমনকি টুইস্ট দেখা গেল শেষের দিকে। পুরস্কার পেলেন অনেকেই। এই প্রজন্মের অনেকেই পেলেন পুরস্কার।
শুরু হল গৌতম ঘোষকে দিয়ে। একে একে পুরস্কার দেওয়া হল রঞ্জিত মল্লিক, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, লিলি চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী, দীপঙ্কর দে, সন্দীপ রায়, পরান বন্দোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী। সকলেই পেলেন এতবছর মানুষকে মনোরঞ্জন করার যোগ্য সম্মান। আর কারা সম্মাননা তুলে দিলেন?
সেই দলে ছিলেন, কোয়েল মল্লিক, দেব, নুসরত, মিমি চক্রবর্তী, টোটা রায়চৌধুরী, রাজ চক্রবর্তী, এমনকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যদিও, সকলের প্রিয় বুম্বাদা পুরস্কার পেয়েছেন আবার দিয়েওছেন। KIFF এর চেয়ারপারসন রাজ চক্রবর্তীর হাতে পুরস্কার তুলে দিয়েছেন তিনি। এই দৃশ্য দেখে অনেকেই অবাক হয়েছেন।
উল্লেখ্য, এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছেন সলমন খান। এই প্রথম এই অনুষ্ঠানে তিনি এসেছেন। সঙ্গে রয়েছেন অনিল কাপুর এবং অন্যান্যরা।