scorecardresearch

ভারাক্রান্ত মনেই চলচ্চিত্র উৎসবে চঞ্চল, হাসিমুখে শাহরুখের সঙ্গে সেলফি নিলেন ‘হাওয়া’ অভিনেতা

উচ্ছ্বসিত দুই দেশের সিনেপ্রেমীরা

KIFF kolkata chanchan shahrukh together selfie
চঞ্চল চৌধুরী এবং শাহরুখ খান।

একফ্রেমে দুই দেশের দুই সুপারস্টার। গতকাল ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে ঘটেছে আকর্ষণীয় সব ঘটনা, কিন্তু তারমধ্যেই এই ছবির গুরুত্ব দুই বাংলার মানুষের কাছেই অনেক বেশি। প্রসঙ্গে চঞ্চল চৌধুরী ( Chanchal Choudhury ) এবং শাহরুখ খান ( Shah Rukh Khan )।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই অনুষ্ঠানে বিসেশ অতিথি হিসেবে এসেছিলেন অনেকেই। তবে, সকলের মধ্যে যার জন্য বেশিরভাগ অপেক্ষা করছিলেন তিনি হলেন বাদশা শাহরুখ খান। যেই না এন্ট্রি নিলেন ওমনি হুল্লোড় এবং উচ্ছ্বাস দর্শক আসনে। স্টেজে উঠলেন, সকলের সঙ্গে কুশল বিনিময় করলেন। তারপর?

প্রথম আসনে বাকি সকলের সঙ্গে বসে ছিলেন চঞ্চল চৌধুরী নিজেও। শাহরুখকে দেখে উঠে এলেন তিনিও। আর তাঁকে দেখে একগাল হেসে হাত জোর করে নমস্কার জানালেন কিং খান। উল্টে তাকেও সম্মান জানালেন চঞ্চল। এদিকে, অনুষ্ঠানের শেষে দুই তারকার সেলফি যেন মন কেড়ে নিয়েছে দুই বাংলার দর্শকদের। একফ্রেমে দুই দেশের সুপারস্টার, উৎসাহের শেষ নেই দুই দেশের নাগরিকদের।

আরও পড়ুন [ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে হয়েও মিশুকের অনুপ্রেরণা অন্য কেউ! নায়ক পুত্র বলছেন… ]

আমন্ত্রিত তারকাদের মধ্যে চঞ্চল চৌধুরীর নাম অন্যতম। তাঁকে উত্তরীয় এবং মোমেন্টো দিয়ে বরণ করে নেন আবির চট্টোপাধ্যায়। ঠিক ফিল্ম ফেস্টিভ্যালের আগের দিনই শহরে হাওয়ার প্রেস কনফারেন্সে উপস্থিত থাকতে পারেননি তিনি। কারণটা অবশ্য বাবার শারীরিক অসুস্থতা। তবে তার পরের দিনই KIFF-এর মঞ্চে এসে যে সৌজন্যবোধ তিনি দেখালেন, সেও প্রশংসার যোগ্য।

দুজনের এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বাংলাদেশের অভিনেত্রী সাফা কবির। তিনিও আবেগে ফুটছেন। লিখলেন, দুই পছন্দের মানুষ এক ফ্রেমে! চঞ্চল ভাই তোমার জন্য অনেক শুভকামনা এবং প্রণাম।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Kiff kolkata chanchan shahrukh together selfie