KIFF 2025 GUEST List : KIFF-র বিশেষ অতিথি তালিকায় বিরাট চমক, সারপ্রাইজ ভিজিটে শাহরুখ!

চলচ্চিত্র উৎসব মানেই, বলিউড তারকাদের উপস্থিতি। দীর্ঘ অনেক বছর ধরে চলচ্চিত্র উৎসবে দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন থেকে শাহরুখ খানকেও। শাহরুখের উপস্থিতি সবসময় টক অফ দা টাউন থাকতো এক্ষেত্রে।

চলচ্চিত্র উৎসব মানেই, বলিউড তারকাদের উপস্থিতি। দীর্ঘ অনেক বছর ধরে চলচ্চিত্র উৎসবে দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন থেকে শাহরুখ খানকেও। শাহরুখের উপস্থিতি সবসময় টক অফ দা টাউন থাকতো এক্ষেত্রে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kiff

কে কে থাকছেন এবার?

KIFF Guest List: আগামীকাল থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রতি বছরের মতো, এই বছরের চলচ্চিত্র উৎসব নিয়ে উন্মাদনা থাকলেও, বিশেষ অতিথি হিসেবে কারা থাকছেন সেই নিয়ে এখনো অনেক কিছুই অজানা। চলচ্চিত্র উৎসব মানেই, বলিউড তারকাদের উপস্থিতি।  দীর্ঘ অনেক বছর ধরে চলচ্চিত্র উৎসবে দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন থেকে শাহরুখ খানকেও। শাহরুখের উপস্থিতি সবসময় টক অফ দা টাউন থাকতো এক্ষেত্রে। 

Advertisment

যদিও গত বছর থেকে সেই ধারায় বদল এসেছে। অর্থাৎ? শাহরুখের জায়গায় গত বছর দেখা গিয়েছিল বলিউডের ভাইজান সালমান খানকে। কিন্তু, এবছর কার উপস্থিতি, সব থেকে বেশি চমকপ্রদ, সে নিয়ে নানান খবর রটছে হাওয়ায়। এবং খেয়াল করলে দেখা যাবে, সকলের মুখে একটাই প্রশ্ন, এবছর কে কে উপস্থিত থাকতে চলেছেন বিশেষ অতিথি হিসেবে। আগামীকাল, বিকেল চারটে থেকে শুরু হবে অনুষ্ঠান। 

সূত্র মারফত খবর, মতো এবছর উপস্থিত থাকতে চলেছেন শত্রুঘ্ন সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায়, এবং বিশেষ তালিকায় রয়েছেন, আরতি মুখোপাধ্যায়, রমেশ সিপ্পি এবং সুজয় ঘোষ। রমেশ সিপ্পি - শ্রদ্ধা জানাবেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়কে। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো থাকছেন। কিন্তু সকলের কাছে একটাই প্রশ্ন, বলিউড থেকে আর কেউ কেউ এবারের উপস্থিত থাকছেন কিনা? 

Advertisment

গোপন সূত্র বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শাহরুখকে ফোন পর্যন্ত করেছিলেন। যদিও কিং খান, নিজের ব্যস্ততা ছেড়ে, এবছর কলকাতায় সারপ্রাইজ ভিজিট দেবেন কিনা সেই নিয়েও আলোচনা চলছে ক্রমশ। তবে বাংলার, বেশ কিছু অভিনেতা অভিনেত্রীকে এই বছরে, দেখা যাবে সেকথা বলতেই হয়। সেটা লেখার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক, দেব - এবং আরো অন্যান্য তারকার উপস্থিতি আশা করা যাচ্ছে।

Kiff 2025 Entertainment News Today