Advertisment
Presenting Partner
Desktop GIF

KIFF - Soumitrisha Kundu: স্টেজে উঠে খুঁজেই পেলেন না শতাব্দীকে! সম্বর্ধনা দিতে গিয়েই ফ্যাসাদে সৌমিতৃষা? দেব - দিদি যা করলেন...

Kiff news: সবুজ রঙের শাড়িতে সৌমিতৃষাকে লাগছিল বেশ মোহময়ী। অভিনেত্রী স্টেজে উঠতে যেন সেই হারিয়ে ফেললেন। ধারে কাছে খুঁজে পেলেন না শতাব্দিকে।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
soumitrisha-Kiff

KiFF-Soumitrisha: যা হল ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে...

আজ থেকে শুরু হচ্ছে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে দেখা গিয়েছে, বাংলার এক ঝাঁক তারকাদের। প্রতিবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, বলিউড থেকে কারা কারা আসছেন সেই নিয়েই আলোচনা থাকে। একসময়, প্রতিবছর দেখা গিয়েছে শাহরুখ খানকে। অমিতাভ এবং জয়া বচ্চন এসেছেন বহুবার।

Advertisment

যদিও গতবছর সলমন খানের উপস্থিতি, বেশ চাঙ্গা করে তুলেছিল সিটি অফ জয়ের মানুষদের। কিন্তু এ বছর বলিপাড়া থেকে আর সেভাবে কেউই আসেননি। মঞ্চে দেখা গিয়েছে শত্রুঘ্ন সিনহাকে। সঙ্গে সঙ্গে দেখা গিয়েছে দেব, সৌরভ গঙ্গোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, দীপঙ্কর দে, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী ও অন্যান্যদের। কিন্তু নজর গেছে যে বিষয়ে, এটি একটু অন্যরকম।

প্রতি বছর ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে এক প্রজন্ম আরেক প্রজন্মকে সম্বর্ধনা অনুষ্ঠান দিয়ে থাকে। এবারও যারা সংবর্ধনা দিচ্ছিলেন তাদের মধ্যে রুক্মিণী মৈত্র, শ্রীতমা, কৌশানী মুখোপাধ্যায়, সায়ন্তিকা ব্যানার্জি বনি সেনগুপ্তরাই ছিলেন। তারপরে কিছু সময় পর নাম আসে, সৌমিতৃষা কুন্ডুর। বর্তমানে তিনি টলিপাড়ার বেশ জনপ্রিয় অভিনেত্রী। এবং তার সঙ্গে সঙ্গে, সিরিজ থেকে সিরিয়াল সর্বত্র তার অভিনয়ে ছাপ ছেড়েছেন। সৌমীর কাঁধে দায়িত্ব পড়ল, অভিনেত্রী লোকসভার সংসদ শতাব্দী রায়কে সম্মাননা জানানোর।

সবুজ রঙের শাড়িতে সৌমিতৃষাকে লাগছিল বেশ মোহময়ী। অভিনেত্রী স্টেজে উঠতে যেন সেই হারিয়ে ফেললেন। ধারে কাছে খুঁজে পেলেন না শতাব্দিকে। এদিক-ওদিক চেয়ে যখন তিনি খুঁজে পাচ্ছেন না, তখন অভিনেত্রীকে সাহায্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেব নিজে। আঙুলের ইশারা করে বুঝিয়ে দিলেন শতাব্দী ঠিক কোন জায়গায় বসে আছেন। একবার নয় দেব তো বারবার চোখের ইশারায় বুঝিয়ে দিলেন শতাব্দী ওইদিকে। সেই ইশারা মতোই এগিয়ে গেলেন।

Inauguration of 30th Kolkata International Film Festival – December 4, 2024 #2

Inauguration of 30th Kolkata International Film Festival – December 4, 2024 | ৩০তম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের শুভ উদ্বোধনে - ৪ ডিসেম্বর, ২০২৪ #2

Posted by Mamata Banerjee on Wednesday, December 4, 2024

যদিও এরপরে, সৌমি শতাব্দিকে উত্তরীয় পরিয়ে দিলেন, সেই খুশির মুহূর্ত দেখা গিয়েছে। কিন্তু শতাব্দি যে একরাশ বিরক্তি নিয়ে তাকিয়ে ছিলেন, সেটি নজরে আসার মত। এখন প্রশ্ন একটাই, তাহলে কি সৌমি তাঁকে প্রথম খুঁজে না পাওয়াতে তিনি একটু রাগ করেছেন? এবং পরবর্তীতে, শতাব্দীকে দেখা যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ বিনিময় করছেন। তার সঙ্গে হেসে কথাও বললেন।

উল্লেখ্য, এ বছর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের আয়তন আগের থেকে অনেক ছোট। যেমন সেখানে তারকা উপস্থিতি কম, তেমনি অনেককে মঞ্চে দেখাও যায়নি। শেষ কিছু মাসে শহর কলকাতা এবং সেখানে, কিছু তারকাদের উপস্থিতিই কি আজকের অনুপস্থিতির কারণ, প্রশ্ন উঠছে অনেক!

Soumitrishna Kundu Dev CM Mamata banerjee KIFF 2024
Advertisment