কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা। বাংলার বায়ু, বাংলার জল সুরেই নতুন যাত্রা শুরু। স্টেজে দাঁড়িয়ে গাইলেন বাংলার বিখ্যাত শিল্পীরা।
Advertisment
এবছর বদলেছে অনেক কিছুই। সলমন এবছরের উদ্বোধন করতে চলেছেন। সঙ্গে রয়েছেন অনেকেই। মমতা বন্দোপাধ্যায়ের পাশে ভাইজান খোদ। আতিথেয়তায় খামতি রাখলেন না মুখ্যমন্ত্রী। দিদিকে দেওয়া কথা রেখেছেন সলমন। শহর কলকাতায় পা রেখেছেন তিনি। এই প্রথমবার কলকাতায় চলচ্চিত্র উৎসব চলাকালীন এসেছেন তিনি।
প্রায় ১৫ হাজার দর্শকাসন। এবছর সঞ্চালনায় চূর্ণী গাঙ্গুলি এবং জুন মালিয়া। সবকিছুই বেশ অন্যরকম। সলমনের কাছেও সবটাই নতুন। শুরুতেই বাংলার বিখ্যাত শিল্পীদের সঙ্গে স্টেজ সং গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীদের সুরে সুর মেলালেন তিনি।
আজ বিশ্ব মাটি দিবসের দিনেই সিনেমা উৎসবের শুরু হল কলকাতায়। উৎসবের প্রথম দিনে হাজির হয়েছেন অনিল কাপুর থেকে শত্রুঘ্ন সিনহা এবং সোনাক্ষী সিনহা। এছাড়াও মহেশ ভাট রয়েছেন। রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের গ্রুপের সঙ্গে মঞ্চে নৃত্য পরিবেশন করলেন ডোনা গঙ্গোপাধ্যায়। মুগ্ধ চোখে দেখলেন ভাইজান।
উল্লেখ্য, এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যেমন একদল চেনা মুখ অনুপস্থিত। তেমনই রয়েছেন অনেক চেনা মুখ। শুরুতেই বাংলার মাটি গান দিয়ে শুভ সূচনা করলেন, মনোময় ভট্টাচার্য, শ্রীরাধা বন্দোপাধ্যায়, অদিতি মুন্সী, ইমন চক্রবর্তী।