Kilbil Society: হেমলকের সঙ্গে বিন্দুমাত্র মিল নেই, কিলবিলের আনন্দকে দেখলে রোম খাড়া হয়ে যাবে..

Kilbil Society-Parambrata: আনন্দ আবার ফিরছেন। কিন্তু, অন্যরকম ভাবে। সৃজিত মুখোপাধ্যায়ের কিলবিল সোসাইটি, নিয়ে চর্চা তুঙ্গে। বহু বছর আগের হেমলক সোসাইটির পরের এই ছবি। আনন্দ করের পরের জীবনের বর্ণনা থাকবে এই ছবিতে।

Kilbil Society-Parambrata: আনন্দ আবার ফিরছেন। কিন্তু, অন্যরকম ভাবে। সৃজিত মুখোপাধ্যায়ের কিলবিল সোসাইটি, নিয়ে চর্চা তুঙ্গে। বহু বছর আগের হেমলক সোসাইটির পরের এই ছবি। আনন্দ করের পরের জীবনের বর্ণনা থাকবে এই ছবিতে।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
kilbil society-parambrata

kilbil society-parambrata : কেন এই ছবিতে এত আলাদা পরম? Photograph: ( ফাইল)

 'আনন্দ কর...', হেমলক সোসাইটিতে যখন আত্মহত্যার কথা ভাবছেন কোয়েল, তখন তাঁকে বাঁচাতেই বাড়িতে এন্ট্রি নেন পরমব্রত। পরম সেই ছবিতে আনন্দ হিসেবে অভিনয় করেছিলেন। এবং মানুষকে বুঝিয়েছিলেন, মৃত্যু নয়! জীবনটা বাঁচার জন্য। নিজে একটি গুরুতর রোগের শিকার হয়েও সকলের মধ্যে ভালবাসা ছড়িয়ে দিতে চেয়েছিলেন।

Advertisment

সেই আনন্দ আবার ফিরছেন। কিন্তু, অন্যরকম ভাবে। সৃজিত মুখোপাধ্যায়ের কিলবিল সোসাইটি, নিয়ে চর্চা তুঙ্গে। বহু বছর আগের হেমলক সোসাইটির পরের এই ছবি। আনন্দ করের পরের জীবনের বর্ণনা থাকবে এই ছবিতে। কীভাবে ফিরছেন তিনি? পরম যে এক্কেবারে অন্যরকম এই ছবিতে সেই কথা জানিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। মানুষ যেভাবে তাঁকে মনে রেখেছেন, এই আনন্দ একেবারেই আলাদা। জানা যাচ্ছে, সৃজিত একদম উল্টে পাল্টে সাজিয়ে ফেলেছেন আনন্দকে।

আনন্দ করকে, সৃজিত দারুণভাবে সংজ্ঞায়িত করেছেন। এবং এই রূপান্তরটি সাংঘাতিকভাবে দর্শকদের মনে আলোড়ন সৃষ্টি করবেন। শুরুতে যদিও বা মনে হতে পারে, যে এই আনন্দকে তো আমরা চিনিই, কিন্তু না যে পরিবর্তন এই চরিত্রের মধ্যে রয়েছে, সেটা ভয়ঙ্কর। হেমলক সোসাইটি ছিল নিঃস্তব্ধ, আর কিলবিল সোসাইটি এক ধরনের অস্থির স্তব্ধতা। এই ছবি এবং চরিত্রগুলোর মধ্যে অদ্ভুত রহস্য রয়েছে। আনন্দ, যে এক গুরুতর রোগের শিকার ছিলেন, সেই ব্যক্তি একসময় জীবন ও মৃত্যুর সংযোগস্থলে ছিলেন। বেঁচে থাকার জন্য যিনি মৃত্যুকে মনের কাছে নিয়ে এসেছিলেন। কিন্তু এই আনন্দ একেবারেই অন্যরকম।

Advertisment

তাঁর চরিত্রের নানা শেড দেখা যাবে এই ছবিতে। আনন্দ একসময় ছিলেন পথপ্রদর্শক, নীরব রক্ষক। কিন্তু, কথায় বলে যে সময় সবকিছু পাল্টে দেয়। এবং সময় এক থাকে না। আর এই ছবিতে সেটাই বোঝা যাবে। পরম একসময়ের উজ্জ্বল - দীপ্তিময় জায়গা ছেড়ে দিয়ে, এখন একদম শান্ত। তীব্র বুদ্ধি নিয়ে চলেন, এবং তাঁর থেকেও বড় কথা তাঁর মাথার চুল হারিয়ে গিয়েছে। এক সময়ের আইডিয়ালিস্ট আনন্দ এখন আরও ঠান্ডা হয়ে গিয়েছেন। তাঁর মতো কিউরেটর আর দুজন নেই। কিন্তু তাঁর জীবন আরও জটিল হয়েছে।

উল্লেখ্য, এই ছবিতে আরও রয়েছেন কৌশানি মুখোপাধ্যায়, সন্দীপ্তা সেন, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং বিশ্বনাথ বসু।

tollywood Parambrata Chatterjee tollywood news srijit mukherjee