দুনিয়ায় স্টেজ কাঁপানো নৃত্যশিল্পীর অভাব না থাকলেও আফ্রিকার লাল মাটিতে তাঁদের নাচ দেখতে পছন্দ করে গোটা সোশ্যাল মিডিয়া। ভারতীয় গানের প্রতি তাঁদের অমোঘ টান, শুধু তাই নয় নিজেদের প্রোফাইলেও জয় হিন্দ লিখে রেখেছেন কিলি এবং নিমা পল। এবার আবারও ভাইরাল, নতুন গান বিবাহ অভিযানের দরুন।
বিবাহ অভিযানের সিক্যুয়াল আসতে চলেছে, ‘আবার বিবাহ অভিযান’ নামে। আর সেই ছবির টাইটেল ট্র্যাকে নেচে কাপিয়ে দিয়েছেন কিলি এবং নিমা। নিজেদের ঐতিহ্যবাহী পোশাকেই তাঁরা ক্যমেরার সামনে নাচ পরিবেশন করেন। তবে, এবার বাংলা গানের জাদুতে যেন নিজেদের থামাতে পারছেন না তাঁরা। সোশ্যাল মিডিয়ায় লিখলেন…
“আমরা এই গান শুনে নাচ থামাতে পারছি না। অনবদ্য একটি সুর”। তাঁর সঙ্গে সঙ্গে বাংলায় কবে রিলিজ করছে এই সিনেমা সেটিও জানিয়েছেন তাঁরা। তাদের নাচ দেখেই সেখানে হাজিরা দিয়েছেন বাংলার মানুষজন। কেউ কেউ বললেন, বাঙালিরা শুধু নন ভারতীয়দের কাছেও এ এক বড় পাওয়া। নতুন সিনেমা রিলিজের আগেই এক বিরাট চমক দিয়েছেন দুজনে।
সামনেই রিলিজ এই ছবির। চুটিয়ে প্রমোশন করছেন তারকারা। নবতম সংযোজন হিসেবে সৌরভ কিন্তু পিছিয়ে নেই। এখন শুধুই এই সিনেমা বড়পর্দায় দেখার অপেক্ষা।