/indian-express-bangla/media/media_files/2025/10/25/kim-2025-10-25-13-26-36.jpg)
'ব্রেন অ্যানিউরিজম' রোগে ভুগছেন কিম
Kim Kardashian-Kanye West: টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ানের শারীরিক অবস্থা খুব একটা ভাল নয়। মাথা ব্যথায় একেবারে নাজেহাল। ওষুধেও কাজ হচ্ছে না, মডেল-অভিনেত্রী কিম কার্দাশিয়ানের শরীরে বাসা বেঁধেছে কোন রোগ? 'ব্রেন অ্যানিউরিজম' রোগে ভুগছেন কিম। অনুরাগীদের নিজেই জানিয়েছেন সেই কথা। খুব সম্প্রতিই ধরা পড়েছে এই রোগ। এটি সম্ভবত তাঁর প্রাক্তন স্বামী কানিয়ে ওয়েস্টের সঙ্গে থাকাকালীন অতিরিক্ত মানসিক চাপের ফল। জনপ্রিয় টেলিভিশন শো দ্য কার্দাশিয়ানস-এর সপ্তম এপিসোডের টিজারে প্রকাশ্যে এসেছে এই খবর।
আরও পড়ুন সিনেমার শুটিংয়ের মাঝেই বোনকে নিয়ে হাসপাতালে, জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ শাহরুখের
টিজারে কিমকে বলতে শোনা যাচ্ছে, 'একটা ছোট্ট অ্যানিউরিজম হয়েছে।' যার উত্তরে কোর্টনি বলে ওঠেন, 'ওয়াও!' এমন দৃশ্যও দেখা যাচ্ছে যেখানে কিম বলছেন অতিরিক্ত মানসিক চাপেই স্বাস্থ্যের এমন অবনতি। এমনকী কিমের ব্রেন স্ক্যানের ঝলকও রয়েছে টিজারে। শোয়ের প্রথম পর্বে কিম স্বীকার করেন যে কেনি ওয়েস্টের সঙ্গে সম্পর্ক তাঁর স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলেছিল। এমনকী তিনি বলেন, সম্পর্কে থাকাকালীন তিনি যেন স্টকহোম সিন্ড্রোমে ভুগছিলেন। আরও জানান, সেই সময় সিরোসিসের সমস্যাও বারবার বেড়ে যেত।
আরও পড়ুন রামচরণ-উপসানার জীবনে জোড়া সুখ, যমজ সন্তানের বাবা-মা হচ্ছেন তারকা দম্পতি
চিকিৎসকদের মতে, টিজারে দেখানো তথ্য অনুযায়ী কিমের নিয়মিত এমআরআই পরীক্ষার সময়ই অ্যানিউরিজমটি ধরা পড়ে। কিম বিশ্বাস করেন যে বহু বছরের মানসিক চাপ এবং বিবাহবিচ্ছেদের ধকল এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে। প্রসঙ্গত, ব্রেন অ্যানিউরিজমের সাধারণত কোনও উপসর্গ থাকে না। এটি মূলত ধমনীর দেওয়ালে একটি ফুলে ওঠা অংশ। ব্রিগহ্যাম অ্যান্ড উইমেন'স হসপিটালের তথ্য অনুযায়ী প্রতি ৫০ জনের মধ্যে একজনের এমন অবস্থা থাকতে পারে। কিমের ক্ষেত্রেও এটি নজরদারিতে রাখা ও চিকিৎসা ছাড়াই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে, তবে সেটি নির্ভর করবে অ্যানিউরিজমের আকার ও অবস্থানের উপর।
আরও পড়ুন 'তুমি আমাকে ছেড়ে চলে গেলে...', গায়ক অভিনেতার অকাল প্রয়াণে কী প্রতিজ্ঞা করলেন স্ত্রী?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us