‘রবিবারে ঘুম ভাঙত গৌরীর ধমকে!’ ফরিদা জালালকে এই আক্ষেপ করেছিলেন কিং খান

Shahrukh Khan: তাঁকে প্রশ্ন করেন, ‘রবিবার বলতে তুমি কী বুঝতে?’ তাঁর জবাবেই পুরনো দিনের কথা বেরিয়ে আসে নস্টালজিক শাহরুখের গলায়।

Shahrukh Khan: তাঁকে প্রশ্ন করেন, ‘রবিবার বলতে তুমি কী বুঝতে?’ তাঁর জবাবেই পুরনো দিনের কথা বেরিয়ে আসে নস্টালজিক শাহরুখের গলায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Shahrukh Khan, Gouri Khan, Instagram Post

ইনস্টাগ্রাম ঠেকে সংগৃহীত।

Shahrukh Khan: শাহরুখ খানের কাছে পারফেক্ট সান ডে কী? তাঁর ফ্যান পেজ থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা পুরনো এক ভিডিও সেই জবাব দিলেন বলিউডের কিং খান। সেই ভিডিওতে ফরিদা জালালকে সাক্ষাৎকার দিচ্ছেন এসআরকে। প্রবীণ অভিনেত্রী তাঁকে প্রশ্ন করেন, ‘রবিবার বলতে তুমি কী বুঝতে?’ তাঁর জবাবেই পুরনো দিনের কথা বেরিয়ে আসে নস্টালজিক শাহরুখের গলায়।

Advertisment

তিনি বলেন, ‘রবিবার শুরু হতো গৌরীর বোকা খেয়ে। এবং তাঁর সেই রুদ্র রূপ রোমান্টিক ভাবেই কমাতেন শাহরুখ খান।‘ ঠিক কী বলতেন গৌরি? শাহরুখ বলেন, ‘ধমকের সুরে গৌরী. বলতেন তুমি গত ছয় দিন শুধু কাজ করে গিয়েছো। আমার দিকে একটুও নজর দাওনি। আমি যখন বলতাম দেখ গৌরী আমি খুব ক্লান্ত। ও বলত, আমি কিছু শুনব না। এরপরেই ও চুপ করে যেত। তখন আমি ওকে রোমান্টিক মুডে বলতাম কী সুন্দর তুমি দেখতে। তাতেই বরফ গলত। ও বলত তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। এভাবে গৃহযুদ্ধ সামাল দিয়ে আমি হাতে চিপস নিয়ে বিছানায় গা এলিয়ে টিভিতে সিনেমা দেখতে বসতাম।‘

Advertisment

এতো গেলো সকালের রবিবার? দুপুর থেকে কী করতেন তিনি? তিনি জানিয়েছেন, ‘বেলা বাড়লে তাঁর পোষা কুকুরকে স্নান করিয়ে হাঁটাতে বেরোতেন। তারপর বন্ধুরা এলে ভিডিও গেম নিয়ে বসতেন। সন্ধ্যায় গৌরীকে নিয়ে কোনও ক্লাব বা ডিস্কো ঠেকে যেতেন। গৌরী নাচতে খুব ভালবাসতেন। তাই ওই সময়টা ওর সঙ্গেই কাটাতেন। রাতের বেলা দু’জনে কোনও এক সিনেমা দেখে ঘুমিয়ে পড়তেন।‘

এদিকে একাধিক সাক্ষাৎকারে গৌরী খান বলেছেন, ‘শাহরুখ একমাত্র পুরুষ, যার সঙ্গে তিনি ঘুরতে যেতেন।‘ ভালবাসার সম্পর্ক টিকিয়ে রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে প্রায় দুই দশকের বেশি সময় ধরে সেই বন্ধন জিইয়ে রাখা। বলিউডের সেলিব্রিটিদের মধ্যে অন্যতম নিদর্শন শাহরুখ এবং গৌরি খান।  

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Shah Rukh khan Farida Jalal Gauri Khan