Advertisment
Presenting Partner
Desktop GIF

Kinjal Nanda-Kunal Ghosh: মাস ঘুরতেই যত 'নাচনকোদন'? দ্রোহের কার্নিভালে সক্রিয় কিঞ্জলকে চাঁচাছোলা আক্রমণ কুণালের...

Kinjal and Kunal: এতদিন দ্রোহের কার্নিভালে ছিলেন কিঞ্জল, তাহলে শুটিং হল কবে? আর এবার এই প্রসঙ্গেই তাঁকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kunal ghosh-kinjal nanda

কুণাল কিঞ্জলকে কী এমন বললেন?

Kinjal Nanda Taunted by Kunal Ghosh: শেষ কিছু মাসে আরজি কর কান্ডের প্রতিবাদে সরব হয়েছিল কলকাতা থেকে পশ্চিমবঙ্গের মফস্বল এমনকি দেশ বিদেশের নানা জায়গায় মানুষ। যারা সক্রিয় আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম চিকিৎসক কিঞ্জল নন্দ। অভিনেতা একজন চিকিৎসক ও। তাই, ডাক্তারদের আন্দোলনে তাঁকে প্রথম সারিতে দেখা গিয়েছিল। আর এখন যখন তিনি, নিজের নতুন সব কাজের আপডেট দিচ্ছেন তখন শুরু হয়েছে বিতর্ক।

Advertisment

একের পর প্রজেক্টের ঘোষণা করেছেন তিনি। অভিনেতা রয়েছেন, দেবী চৌধুরানী ছবিতে। আর তাঁর সঙ্গে সঙ্গে আরও অনেক ছবির ঘোষণা করেছেন তিনি। এরপর থেকেই কেউ কেউ তাঁকে যেমন কটাক্ষ করেছেন, তেমনই কেউ কেউ এমনও বলেছেন, এতদিন দ্রোহের কার্নিভালে ছিলেন, তাহলে শুটিং হল কবে? আর এবার এই প্রসঙ্গেই কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

কিঞ্জলের নাম না করেই তিনি তাঁকে কটাক্ষ করলেন। এতদিন আরজি কর কান্ড নিয়ে আন্দোলন অনশনে যোগ দিয়ে এখন তিনি নাচনকোদন করছেন? নিজের রং পাল্টে ফেলেছেন? কুণাল নিজের সমাজ মাধ্যমে লিখছেন...

Advertisment

"আরজিকরে গ্রেপ্তার, বিচার সব চলছে। ওদিকে মানুষের আবেগকে ভুল খবর আর নাটকে বিভ্রান্ত করা ধান্দাবাজগুলো পুজোর সময় পুজো বানচাল করতে 'উৎসবে নেই, দ্রোহের কার্নিভালের' নামে পুজোর পরিবেশ নষ্টে যে অসভ্যতা করেছিল, তাদের এখনকার পোস্টগুলো দেখুন। এই কদিনেই তারা নিজেদের পেশা, প্রমোশন, ফ্যাশন প্যারেড, অন্য রাজনীতিতে নেমে পড়েছে।" প্রতিবাদের নাম করে ফায়দা লুটে তাঁরা শুধুই নাম কামিয়েছে? কুণাল যে চাঁচাছোলা সেকথা সকলের জানা। তাই তো তিনি আরও বলেন...

"প্রতিবাদের নামে যারা বেশি নাটক করেছিল, তাদের পোস্টেই আজ বৈপরীত্য সর্বাধিক। তা বাপু, পুজোটাকে তেতো করতে এতচেষ্টা, আর মাস ঘুরতেই অন্য নাচনকোঁদনের পোস্ট দিতে পারছে কী করে?" যদিও কিঞ্জল গতকাল এই নিয়ে মুখ খুলেছিলেন। তিনি এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, "কে কী বলছেন এই নিয়ে মাথা ঘামাতে চাই না। আমি অভিনয় করি কারণ আমার ভাল লাগে।"

tollywood tollywood news Kunal Ghosh
Advertisment