Do Not Disturb: আর পাঁচটা সাধারণ দম্পতির মতোই, কিঞ্জল এবং প্রিয়াঙ্কা, নিজেদের সন্তানের মুখের দিকে তাকিয়ে তাঁরা বিয়েটাকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু...
kinjal nanda-priyanka: বিয়ের ১০ বছর পরেও এই অবস্থা? যে কারণে... Photograph: (ফাইল চিত্র )
সম্পর্কের গল্প শুনতে কে না ভালবাসে। টলিপাড়ায় নানা ধরণের সিনেমা তৈরি হলেও একদিকে যেমন অ্যাকশান ছবি বাঙালির বেশ পছন্দ। অন্যদিকে সম্পর্ক, বিচ্ছেদ এই নিয়েও তাঁদের আগ্রহের শেষ নেই। এমন একটি ছবি এবার আসতে চলেছে যেখানে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার এবং কিঞ্জল নন্দ।
Advertisment
বিয়ের পরেও সম্পর্কের এত দুর্দশা, ১০ বছর পার হলেও তাঁরা একে অপরকে এখন আর সহ্য করতে পারছেন না। দুজনকে সময় দিতে তাঁরা পৌঁছে গিয়েছেন রাজ্যের বাইরের একটি রিসোর্টে। কিঞ্জল এখানে কৃষাণুর ভূমিকায়। প্রিয়াঙ্কা রয়েছেন ঝর্ণা চরিত্রে। কে বলে বিয়ে হয়ে গেলেই সব সম্পর্ক মধুর হয়? কে বলে যে সম্পর্ককে বাইরে থেকে দেখলে সুখের মনে হয় সেটা বাস্তবেও অতটাই সুখের? সুখের আড়ালেও যে ভয়ঙ্কর এক সত্যি লুকিয়ে থাকে সেই গল্পই বলবে ডু নট ডিস্টার্ব।
ছবির প্রযোজনা করেছে ইতি তোমার সিনেমাওয়ালা। গল্পের দুই মুখ্য চরিত্র ঝর্ণা এবং কৃষাণুর কাছে যখন রিসোর্টে গিয়েও একে অপরকে মেনে নেওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে, সেই মুহূর্তেই এন্ট্রি নেন চন্দন সেন। যিনি তখন আত্মহত্যা করতে তৈরি, কিন্তু দম্পতির কলহের কারণে সুইসাইড করতে অসুবিধা হয় তাঁর। তারপরেই গল্প কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।
চন্দন সেন আছেন এই ছবিতে...
Advertisment
যদিও বা এই গল্পে দেখা যায় আর পাঁচটা সাধারণ দম্পতির মতোই, নিজেদের সন্তানের মুখের দিকে তাকিয়ে তাঁরা বিয়েটাকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু যা হয়, মন সায় না দিলে কোনওকিছুই যেন ভাল লাগে না। এমনকি বিয়ের মতো সম্পর্কেও জোরাজুরি চলে না।
উল্লেখ্য, কিঞ্জল যিনি শেষ কিছু মাস আরজি কর কাণ্ডে সরব ছিলেন, তিনি আবারও সিল্ভার স্ক্রিনে ফিরছেন। এমনকি, পরিচালক অরুণ রায়ের শারীরিক অসুস্থতা থেকে তাঁর মৃত্যুর পর বস দায়িত্ব সামলেছেন। এমনকি, স্বর্গলাভ যাতে হয় তাঁর শ্রাদ্ধের কাজ পর্যন্ত করেছেন তিনি।