Kinjal Nanda: RG কর আন্দোলনে ছিলেন সক্রিয় ভূমিকায়, একের পর এক কাজের আপডেট দিতেই কিঞ্জলকে কটাক্ষ, মুখ খুললেন অভিনেতা...

Kinjal Nanda New Work: ডাক্তার হওয়ার কারণে কিঞ্জলকে প্রথম দিন থেকে আন্দোলনে সক্রিয় অবস্থায় পাওয়া গিয়েছিল। নিজেদের দাবি নিয়ে তারা বারবার মুখ্যমন্ত্রীর কাছে ছুটেও গিয়েছিলেন...

Kinjal Nanda New Work: ডাক্তার হওয়ার কারণে কিঞ্জলকে প্রথম দিন থেকে আন্দোলনে সক্রিয় অবস্থায় পাওয়া গিয়েছিল। নিজেদের দাবি নিয়ে তারা বারবার মুখ্যমন্ত্রীর কাছে ছুটেও গিয়েছিলেন...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
kinjal nanda-RG kar

Kinjal Nanda: নতুন কাজের খবর দিতেই যা শুনলেন...

শেষ কিছু মাসে, আরজি কর কান্ডের প্রতিবাদে কলকাতা যেভাবে সরব হয়ে উঠেছিল, সে দৃশ্য দেখে সারাদেশ অনুপ্রাণিত হয়েছিল। এবং প্রথম দিন থেকে যে মানুষগুলি আন্দোলনে অংশ নিয়েছিলেন, তার মধ্যে অন্যতম ডাক্তার কিঞ্জল নন্দ। পেশায় তিনি অভিনেতা হলেও তিনি ডাক্তারও। যদিও এরকম উদাহরণ ইন্ডাস্ট্রির বুকে কম নেই। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের বাবার শুভেন্দু চট্টোপাধ্যায় নিজেও ডাক্তার ছিলেন।

Advertisment

ডাক্তার হওয়ার কারণে কিঞ্জলকে প্রথম দিন থেকে আন্দোলনে সক্রিয় অবস্থায় পাওয়া গিয়েছিল। নিজেদের দাবি নিয়ে তারা বারবার মুখ্যমন্ত্রীর কাছে ছুটেও গিয়েছিলেন। কিন্তু একজন ডাক্তার তিনি আন্দোলনে অংশ নিয়েছেন বলে কি তার কাজ থেকে তিনি বঞ্চিত থাকবেন? অভিনেতা কিঞ্জল কিন্তু, আর জি কর কান্ডের আগেই, নিজের অনেক ছবির কাজ শেষ করেছিলেন।

যেহেতু তাকে সক্রিয় অবস্থায় অনশনে এবং আন্দোলন মঞ্চে পাওয়া গিয়েছিল, আজ যখন তিনটা নতুন প্রজেক্ট বা কাজ সম্পর্কে সকলের সামনে ঘোষণা করছেন, তাকে শুনতে হচ্ছে কটাক্ষ। দ্রোহের কার্নিভালে যোগ দিয়েছিলেন যিনি তিনি কী করে সিনেমা করেন? তিনি কী করে দর্শকদের আহ্বান জানান সিনেমা হলে গিয়ে ছবি দেখতে? প্রশ্ন উঠছে এমনই। কেউ কেউ প্রকাশ্যেই কিঞ্জলের পোস্ট শেয়ার করে বারবার একই কথা জিজ্ঞাসা করছেন, আন্দোলনে থাকাকালীন কি শুটিং করেছেন তিনি? শুটিংটা হল কবে?

Advertisment

আমার মনে হয় সাংবাদিকদের কাজ যেটা সত্যি তার বিষয়ে অনুসন্ধান করা,সাধারণ মানুষ না জেনে অনেক কথাই বলেন,কিন্তু সাংবাদিক যে...

Posted by Kinjal Nanda on Wednesday, December 4, 2024

অবশেষে কিঞ্জল উত্তর দিয়েছেন। বিশেষ করে কিছু সাংবাদিকদের তরফে এ ধরনের প্রশ্ন পেয়ে, তিনি হতচকিত। তিনি বলছেন, "আমার মনে হয় সাংবাদিকদের কাজ যেটা সত্যি তার বিষয়ে অনুসন্ধান করা। সাধারণ মানুষ না জেনে অনেক কথাই বলেন। কিন্তু সাংবাদিক যে সেই  প্রবাহে গা ভাসাবে ভাবিনি। সাংবাদিকতার লজ্জার দিন। আর ও হ্যাঁ, কারুর মেয়ের বা কার স্ত্রীর পরিচয় নয়, সে নিজেই একজন স্বতন্ত্র ডাক্তার।"

অভিনেতাকে, সঙ্গ দিয়েছেন অনেকেই। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় বলছেন, ছেড়ে দে। আমরা ইনসাইডার, আমরা জানি শুটিং কবে হয়েছে। অন্যদিকে মানসী সিনহা বলছেন, সাধু সাধু। শুধু অভিনেতা না, বরং তার স্ত্রী নিজেও এই নিয়ে মুখ খুলেছেন।

tollywood tollywood news RG Kar Case