/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/rachna.jpg)
Rachana-Kiran: অকথ্য গালিগালাজ শুনতে হল কিরণকে...
আসন্ন লোকসভা নির্বাচন। তাঁর আগেই একের পর এক তারকা প্রার্থীরা প্রচার করতে ব্যস্ত। দেব থেকে জুন মালিয়া, হিরন বাদ পড়েননি কেউই। তবে, এবার তারকা প্রার্থীদের মধ্যে সবথেকে বেশি আলোচনায় রয়েছেন রচনা বন্দোপাধ্যায়।
হুগলি লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা ( Rachana Banerjee )। এবার প্রথম তিনি রাজনীতির ময়দানে নেমেছেন। শুধু তাই নয়, জমিয়ে প্রচার শুরু করেছেন। লড়ছেন সংসদ পদের জন্য। তাঁর সঙ্গে সঙ্গে নানা ধরনের বক্তব্য। মজার বক্তব্যের মাঝেই তিনি এমন কিছু বলছেন যে আলোচনায় রয়েছেন।
কিছুদিন আগেই, দই খাওয়ার পরামর্শ দিয়ে তিনি ফের একবার ভাইরাল। আর, এবার রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তুখোড় মন্তব্য করে বসলেন বিখ্যাত ইউটিউবার 'দ্যা বং গাই' কিরণ দত্ত। রচনাকে উদ্দেশ্য করে কী বললেন তিনি?
কিরণের কথায়, "এই গরমে পর্যাপ্ত পরিমানে জল না খেলে একটা মানুষের মাথা কতোটা খারাপ হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হল রচনা ব্যানার্জি।" এদিকে, কিরণের এই মন্তব্যে তোলপাড়। রচনা বন্দোপাধ্যায় যাকে কিনা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সামিল করেছেন তাঁকে নিয়ে কিনা এতবড় কথা! একের পর এক ধমকি এক কিরণের কাছে। তাঁকে থানা পুলিশ এমনকি তাঁর বিরুদ্ধে কেস করার মতো ধমকি শুনতে হল।
কেউ কেউ তো ব্যক্তিগত আক্রমন করলেন তাঁকে। কেউ বললেন, কেন ফ্ল্যাটটা বিজেপি দিয়েছে নাকি? আবার কারওর কথায়, রচনার জায়গায় আমি থাকলে তোর মতো দু টাকার নকুলদানাকে জেল খাটাতাম। তুই একটা দু'পয়সার ভাড়া করা জোকার। দেবকে নিয়ে খিল্লী করিস, আবার দেব পয়সা দিয়ে পেড প্রোমোশান করালে ওর সামনেই ভিজেবেড়ালের মতো ম্যাও ম্যাও করে লেজ নাড়িস। তোর মতো দু'পয়সার ভাঁড় লোক হাসানো ছাড়া সমাজের কোন কাজে আসে?
কিন্তু প্রতিটা মন্তব্যের উত্তর বেশ সাবলীল ভাবেই দিয়েছেন কিরণ। কেউ কেউ তাঁকে সমর্থন পর্যন্ত করেছেন।