/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/kk-daughter-tribute.jpg)
বাবা KK-র শোকে কাতর কন্যা তামারা
বাবা আর নেই! যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না কেকে-কন্যা, তামারা। দুদিন আগেই মুম্বই থেকে কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন কেকে, আর তার মধ্যেই এমন অঘটন। বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন তার আদরের কন্যা।
ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করে লিখলেন, বাবা তোমায় খুব ভালবাসি, সারাজীবন আমাদের সঙ্গেই থাকবে তুমি। সঙ্গেই জুড়েছেন কতগুলি হার্ট ইমোজি। বাবার মৃত্যুর খবর পেয়েই, পরিবারকে সঙ্গে নিয়ে উড়ে এসেছিলেন তামারা। চোখে জল কিন্তু মনে অফুরান সাহস, দাদা এবং মা কে নিজ দায়িত্বে সামলেছেন তিনি।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/post.jpg)
আরও পড়ুন < KK-র মর্মান্তিক মৃত্যুতে বেআব্রু উদ্যোক্তাদের গাফিলতি, এখনও শোকের পাহাড়ে শহর >
৫৩ বছর বয়সে, মারা যান কেকে (KK Last Rites)। সেদিন কলকাতায় গান স্যালুট দেওয়া হয় শিল্পীকে। জানা যাচ্ছে বাবার দেখানো পথেই চলছেন তামারা এবং ছেলে নকুল। তিনিও গানের জগতে বাবার মত করেই কাজ করতে চান। শেষ যাত্রায় সমস্ত নিয়ম মেনেই কাজ সম্পন্ন করেছেন নকুল। কাঠের চুল্লিতে পোড়ানো হয় নশ্বর দেহ।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/KK-sion.jpg)
তার শেষ যাত্রায় একে একে সামিল হলেন অনেকেই। সঙ্গীত জগতের কলাকুশলীরা চোখের জলে বিদায় দিলেন প্রিয় শিল্পীকে।