'বাবা তোমার কমতি...!' কেকের জন্মদিনে মেয়ে তামারার মনের ভাব প্রকাশ! বাবার অভাব যেন কমছেই না। শিল্পীর জন্মদিনে আবেগঘন তাঁর মেয়ে।
কলকাতায় পারফর্ম করতে এসেই মৃত্যু হয় কেকের। নজরুল মঞ্চে গান গাইতে গাইতে শারীরিক অস্বস্তি, অবনতি তারপরেই মৃত্যুর মুখে ঢলে পড়েন তিনি। আজ একবছর পার। বাবাকে ছাড়াই তাঁর জন্মদিন পালন করছেন মেয়ে তামারা। কিন্তু বাবার অভাব বোধ করছেন প্রতি মুহূর্তে। তাই তো, ছোটবেলার এক মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তিনি লিখলেন...
তোমায় আমি ততটা ভালবাসি, যা আমি সারাজীবন এও বর্ণনা করতে পারব না। তোমায় প্রচণ্ড মিস করি। আমি বলে বোঝাতে পারব না। অন্তত, আমার স্বপ্নে আসার জন্য ধন্যবাদ। আশা করি, স্বপ্নে তুমি আর আমি একসঙ্গে বসে কেক খেতে পারব। বাবার মৃত্যুর পর, মাঝেমধ্যেই তাঁর গান গাইতে দেখা যায় মেয়ে তামারাকে। বাবাকে প্রতিদিন মিস করেন। বাবার বন্ধুদের সঙ্গেও তাঁকে কোলাব করতে দেখা যায়।
উল্লেখ্য, নব্বইয়ের দশকের কাছে কেকে মানেই এক উত্তেজনা। এক অনন্য উন্মাদনা। কলেজ পড়ুয়া হোক অথবা প্রেমিক প্রেমিকার মন, কেকে নিজের গান দিয়ে সবসময় সকলকে মাতিয়ে রেখেছিলেন। অসময়ে, শিল্পীর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন শিল্পী মহল থেকে সাধারণ অনুরাগীদের অনেকেই। কিন্তু, তাঁর ফ্যানদের কাছে আজও বেঁচে আছেন তিনি। তাঁর সৃষ্টি এবং গানের মধ্যে দিয়েই আজীবন থাকবেন তিনি।