Advertisment
Presenting Partner
Desktop GIF

'উফ! KK ওই গান না গাইলে আমিই…', শিল্পীর ওপর প্রবল নজর ছিল সোনু নিগমের?

কেকে শুধু গাইতেন না, হৃদয়কে ছুঁয়ে যেতেন... বলছে শিল্পীমহল

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Kk death anniversary, kk death, kk death in kolkata, KK show at kolkata, KK death 2022, KK lives in heart, KK live forever, remembering KK, কেকের মৃত্যু, কলকাতায় কেকের মৃত্যু, কেকের মৃত্যুবার্ষিকী, কেকে কলকাতা, KK in hearts, KK songs, KK videos, indian express entertianment news, express entertainment news, KK bollywood news, bollywood news on KK, bolly world, sonu nigam on KK, sonu nigam songs

আজ কেকের মৃত্যুবার্ষিকী

একবছর কীভাবে চোখের সামনে দিয়ে পার হয়ে গেল যেন বোঝাই গেল না। বছর এক আগে এদিনে রাত হতেই কলকাতা তথা গোটা সঙ্গীত জগতে শোকের ছায়া। না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন কেকে। তাঁর আচমকা মৃত্যুতে ভেঙে পড়েছিলেন অনুরাগীরা। এ রাজ্যের তরফে গান স্যালুট, তারপরই মরদেহ পৌঁছায় মুম্বাইতে।

Advertisment

সঙ্গীত দুনিয়ায় তাঁর জনপ্রিয়তা ছিল সাংঘাতিক। কথায় বলে, গোটা একটা প্রজন্ম তাঁর গান শুনে বড় হয়েছে। কখনও, মাধবন আবার কখনও ইমরান হাসমি, তিনি হয়ে উঠেছিলেন বেশ কিছু অভিনেতার কণ্ঠ এবং পরিচয়। তবে, কেকের গানের মধ্যে এমন একটি গান রয়েছে যেটি একেবারেই অন্যধরনের এবং সমস্ত শিল্পীরা সেটিকে গাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন! সত্যি?

সেই প্রজন্মের আরেক শিল্পী সোনু নিগম। যদিও তাঁর গায়কীর ফ্যান অনেকেই। তবে, কেকের একটি গান যদি তাঁর কাছে সুযোগ আসত, তিনি নাকি লুফে নিতেন। এক সাক্ষাৎকারে সোনু শেয়ার করেছিলেন সেই তথ্য। প্রশ্ন ছিল এমনই, কোনও শিল্পীর কোনও গান যদি নিজের করে পেতে চাইতেন? সেই মুহূর্তেই সোনু বলেন, "অনেক গান আছে। তবে, খুদা জানে গানটা যদি আমি গাইতে পারতাম তাহলে দারুণ হত। যদিও, কেকে যেভাবে গেয়েছে আমার অত ভাল গাওয়ার ক্ষমতা ছিল না। আমার তো মনে হয়, ওই গানটা রণবীর কাপুরকে ভেবে না, বরং ওকে ভেবেই বানানো হয়েছিল।"

শিল্পীর মৃত্যুর পর, তাঁকে নিয়ে নানা অনুষ্ঠান করেছে তাঁর কাছের মানুষের অনেকেই। শান থেকে সুনিধি চৌহান, আজও যেন বিশ্বাসযোগ্য নয় যে তিনি আর নেই। কিন্তু শিল্পীর বেচেঁ থাকা তাঁর সৃষ্টির মধ্যে। আজ যেন সকলের মন খারাপ। সকলের মনের মধ্যে সেই চেনা সুর আজও বাজছে।

bollywood Entertainment News Singer KK Singer KK death
Advertisment