/indian-express-bangla/media/media_files/2025/06/06/H4h9t7NfDqYuaLkEIWrH.jpg)
অভিনেত্রী মা হয়েছিলেন খুব অল্প বয়সেই...
Bollywood Actress: সন্তানের মা হতে কে না চায়? বিশেষ করে সাধারণ প্রক্রিয়ায় মা হওয়ার সঙ্গে সঙ্গে অনেক অভিনেত্রীই সন্তান দত্তক পর্যন্ত নিয়েছেন। এমনকি অভিনেতা মিঠুন চক্রবর্তী নিজেও তাঁর কন্যা সন্তানকে পথের ধার থেকেই খুজে পেয়েছিলেন। মা হওয়ার মধ্যে যে আনন্দ আছে, সেই খুশি যেন আর কিছুতেই নেই। কিন্তু ৩৪ বছরে ৩৪ জন সন্তানের মা?
বলিপাড়ার নায়িকারা কেউ কেউ বিয়ে করে সন্তানের মা হয়েছেন খুব অল্প বয়সেই। আবার কেউ কেউ একটু পরিচিতি পেতেই সন্তান পর্যন্ত অ্যাডপ্ট করেছেন। কিন্তু, এত ছোট বয়সে মা হওয়ার ইচ্ছে কেন হয়েছিল তাঁর? এই অভিনেত্রী সন্তান্দের নিয়ে শপথ নিয়েছিলেন অত্যন্ত অল্প বয়সেই। ১৯৯৮ সালে এই নায়িকার হিন্দি সিনেমার কেরিয়ার শুরু হয়। নানা ছবিতে কাজ করার সঙ্গে সঙ্গে পরবর্তীতে তিনি ক্রিকেট দল পর্যন্ত কেনেন।
Bollywood Actor: 'আর বিয়ে করলে কিন্তু...', মৃত স্ত্রীর স্বপ্নাদেশেই কি জীবন গুটিয়ে নিলেন? মাদকাসক্ত হয়ে পড়লেন অভিনেতা...
প্রসঙ্গে প্রীতি জিন্টা। এই অভিনেত্রী কিছুবছর আগে এক বিদেশিকে বিয়ে করেন। সারোগসির মাধ্যমে তিনি যমজ সন্তানের মা হন। জয় এবং জিয়া- এই দুইকে নিয়েই তাঁর এখন জীবন। কিন্তু, প্রীতির যখন ৩৪ বছর বয়স তখন তিনি ৩৪ জন অনাথ বাচ্চাকে দত্তক নিয়েছিলেন। এবং তাঁর লক্ষ্য ছিল এটাই যেন এমন কিছু বাচ্চাদের জীবনকে সুন্দর করে গড়ে তোলা যাতে তাঁর বেড়ে ওঠার পথটা সুন্দর হয়। হৃষীকেশের একটি অনাথ আশ্রমের বাচ্চাদের তিনি দত্তক নেন।
তারপর, প্রীতি সকলের উদ্দেশ্যে জানিয়েছিলে, আমি ৩৪ জন বাচ্চাকে দত্তক নিয়েছি। তাঁদের বেড়ে ওঠার পথে সবরকম সুযোগ-সুবিধার দায়ভার আমি নিলাম। তাঁদের পড়াশোনা থেকে খাওয়াদাওয়া সবকিছুর দায়িত্ব আমার। কারওর এটা বোঝার ক্ষমতা নেই, মনের মধ্যে ঠিক কী চলে যখন একসঙ্গে অনেক বাচ্চা মেয়েরা উত্তেজনার সঙ্গে খিলখিলিয়ে ওঠে। এরা আমার সন্তান এখন। এরা সকলের আমার দায়িত্বে বড় হয়ে উঠবে। আমি ওদের সঙ্গে যোগাযোগ রাখব এবং চেষ্টা করব বছরে দু-বার তাঁদের সঙ্গে দেখা করার।
২০২১ সালে তাঁর দুই সন্তানকে কাছে পান। এবং তাঁদের নিয়ে বেশ কয়েকবার দেশে এসেছেন তিনি। শেষ কিছুদিন ধরে আলোচনায় আছেন কারণ পঞ্জাবের এবছর ১৮ বছর পর আইপিএল ট্রফি জেতার সুযোগ ছিল। কিন্তু তাঁদেরকে টেক্কা দিয়ে বিরাটের RCB এবারের বিজেতা। এবং তারাও ১৮ বছর পর প্রথম পুরস্কার জিতেছে।