Bollywood Unknown Stories: বিয়ে করেছিলেন গুরুর প্রাক্তন স্ত্রীকে, হিট সুরকারের ভাই, চেনেন তাঁকে?

এমনই এক গায়ক আছেন, যিনি তাঁর গুরুর স্ত্রীকে বিয়ে করেছিলেন বলেই জানা যায়। এবং, সেই নিয়ে বলিউডে নানা ধরনের গল্প পর্যন্ত আছে। কী সেই গল্প? প্রসঙ্গে এমন একজন গায়ক...

এমনই এক গায়ক আছেন, যিনি তাঁর গুরুর স্ত্রীকে বিয়ে করেছিলেন বলেই জানা যায়। এবং, সেই নিয়ে বলিউডে নানা ধরনের গল্প পর্যন্ত আছে। কী সেই গল্প? প্রসঙ্গে এমন একজন গায়ক...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Know this singer who married his gurus wife popular in Bollywood

কে এই গায়ক?

Guess Who This Singer: সিনে ইন্ডাস্ট্রি নিয়ে সকলেই নানা খবর জানতে চান। তারকাদের কেরিয়ার যেমন আলোচনার বিষয়বস্তু, সেরকমই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়েও নানা গল্প লেগেই থাকে। শুধু কি অভিনেতা কিংবা অভিনেত্রী? কিংবা বিনোদুনিয়ার বিগশটদের নিয়ে আলোচনা হয়? একেবারেই না! বরং সংগীতশিল্পীর জীবন নিয়েও কিন্তু নানা গল্প অনেকেরই অজানা। শুধু তাই নয়, এমন একজন শিল্পী আছেন যিনি বিয়ে করছিলেন তাঁর গুরুর স্ত্রীকে। কে তিনি?

Advertisment

এমনই এক গায়ক আছেন, যিনি তাঁর গুরুর স্ত্রীকে বিয়ে করেছিলেন বলেই জানা যায়। এবং, সেই নিয়ে বলিউডে নানা ধরনের গল্প পর্যন্ত আছে। কী সেই গল্প? প্রসঙ্গে এমন একজন গায়ক, যিনি একের পর এক গানের মাধ্যমে সকলের মন জয় করেছিলেন। কিছুবছর আগে শাহরুখ খানের জনপ্রিয় ছবি রব নে বানা দি জোড়ির নানা গান গেয়েছিলেন তিনি। এছাড়াও, হিন্দি সিনেমায় বহু গান গাইতে শোনা গিয়েছিল তাঁকে। প্রসঙ্গে রূপকুমার রাঠোর। বলিউডের অন্যতম হিট মিউজিক্যাল জুটি নাদিম শ্রাবণ, রুপকুমার তাঁদের সঙ্গেই সংযুক্ত। শ্রাবণের ভাই রূপকুমার। তিনি পরবর্তী কালে সোনালীকে বিয়ে করেন।

Assam Adult Influencer News: 'অ্যাডাল্ট কনটেন্টে' রাতারাতি ফেমাস, গোপ…

Advertisment

রিপোর্ট অনুযায়ী তিনি সোনালীর প্রেমে পড়েন এবং তারপর তাঁকে বিয়ে করেন। নিজের গজল এবং সুফি সঙ্গীতের কারণেই রূপকুমার বেশি জনপ্রিয়। তিনি সত্যিই তাঁর গুরুর স্ত্রীকে বিয়ে করেছিলেন? একটু কারেকশন করে নেওয়া যাক।  রূপকুমার সোনালীকে বিয়ে করেছিলেন। তাঁর আগে যখন নিজেকে শিল্পী হিসেবে প্রমাণ করার সময় এসেছিল, তখন তিনি পরিবারের কারওর সাহায্য না, বরং নিজের গতিতে এগিয়ে গিয়েছিলেন। তাঁর গুরু অনুপ জালোটার ব্যান্ডে তবলা প্লেয়ার হিসেবে ছিলেন তিনি। ১৯৮৪ সালে সেই ব্যান্ড তুমুল জনপ্রিয়তা পায়। ব্যান্ডের প্রত্যেকেই সারা বিশ্ব ঘুরে বেড়াতেন নানা শহরে অনুষ্ঠানের জন্য। অনুপ জালোটাকে তখন বিয়ে করছিলেন সোনালী। সেই সময় গায়কের সঙ্গে তাঁর দেখা হয়।

পরবর্তীকালে অনুপ জালোটার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় সোনালীর। এমনও শোনা গিয়েছিল বিবাহিত থাকাকালীন নাকি রূপকুমারের সঙ্গে বন্ধুত্ব বেশ ভাল ছিল তাঁর। দুজনে বিদেশে সকলের সঙ্গে বসে আড্ডা মারতেন। এবং এ কারণেই অনুপের সঙ্গে রীতিমতো সম্পর্ক খারাপ হচ্ছিল রূপকুমারের। তাঁর সম্মান ধ্বংস করতেও চেয়েছিলেন তিনি। কিন্তু, তাতে কী? সোনালী এবং অনুপের বিবাহ বিচ্ছেদ শেষে ১৯৮৯ সালে রূপকুমারকে বিয়ে করেন তিনি। বিয়ে করার পর ১৯৯২ সালে দিওয়ানা ছবি দিয়েই গান শুরু করেন বলিউডে। তারপর, বীর জারা কিংবা আরও নানা গান - তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

bollywood Entertainment News Bollywood Song Entertainment News Today