/indian-express-bangla/media/media_files/2025/08/27/who-is-lakshmi-menon-2025-08-27-22-29-46.jpg)
কে এই অভিনেত্রী...
কোচির এক তরুণী আইটি কর্মীকে অপহরণ ও মারধরের অভিযোগে অভিনেত্রী লক্ষ্মী মেনন এবং তাঁর তিন বন্ধুর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যা তাঁকে তুমুল বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। শহরের পুলিশ কমিশনার পুট্টা বিমলাদিত্য জানিয়েছেন, বর্তমানে লক্ষ্মী পলাতক হলেও অভিযুক্তদের মধ্যে তিনজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। অভিনেত্রীকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ঘটনার সূত্রপাত:
ওনমনোরমার প্রতিবেদন অনুযায়ী, রবিবার রাতে কোচির একটি রেস্টোবারে ওই আইটি কর্মীর সঙ্গে, লক্ষ্মীর এক বন্ধুর বাক-বিতণ্ডা হয়। তর্ক বাড়তে বাড়তে রাস্তায় গিয়ে পৌঁছায়। অভিযোগ, এরপর এর্নাকুলাম উত্তর রেলওয়ে ওভারব্রিজের কাছে অভিনেত্রী ও তাঁর বন্ধুরা প্রযুক্তিবিদকে জোর করে তুলে নিয়ে যায়। আলুভার বাসিন্দা ওই তরুণীর অভিযোগ, তাঁকে অপহরণের পর শারীরিকভাবে হেনস্থা করা হয়। ধৃত তিন অভিযুক্তের নাম মিঠুন, অনীশ ও সোনামল। তাদের বিরুদ্ধে অপহরণ, বেআইনিভাবে আটকানো এবং গালিগালাজসহ একাধিক ধারায় মামলা হয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, অভিযুক্তরা মদ্যপ অবস্থায় ছিল। অভিযোগ, তারা ভুক্তভোগীকে গাড়িতে তুলে নিয়ে যায়, মারধর ও হুমকি দেয় এবং গালাগাল করে। পরে সোমবার মধ্যরাতে পারাভুরের বেদিমারা জংশনে তাকে নামিয়ে দেওয়া হয়। পুলিশের বক্তব্য, লক্ষ্মীর ফোন বন্ধ রয়েছে এবং তাঁকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, "তারা মদ্যপ অবস্থায় আমার বন্ধুর উপর চিৎকার শুরু করে। আমরা পরিস্থিতি শান্ত করতে সেখান থেকে সরে আসি। কিন্তু তারা আমাদের পিছু নেয় এবং উত্তর ওভারব্রিজে আমাদের গাড়ি আটকে দেয়। তাদের একজন আমাদের গাড়িতে আঘাত করতে শুরু করলে আমি গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করি। তখনই তারা আমাকে অপহরণ করে, লাঞ্ছিত করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি আমার ফোনটিও কেড়ে নেয়।" লক্ষ্মী মেনন বা তাঁর দলের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
কে এই লক্ষ্মী মেনন?
কোচির এক মালয়ালি পরিবারে জন্ম নেওয়া লক্ষ্মী মেনন ২০১১ সালে পরিচালক বিনয়নের রঘুভিন্তে স্বয়ন্থাম রসিয়া ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক করেন। তবে মূলত তামিল ইন্ডাস্ট্রিতেই তিনি পরিচিতি পান। তাঁর জনপ্রিয়তা বাড়ে ২০১২ সালের সুন্দরপান্ডিয়ান এবং কুমকি ছবির মাধ্যমে। কুমকি-তে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার পান।
তাঁর উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে নান সিগাপ্পু মণিথান (২০১৪), জিগারথান্ডা (২০১৪), কোম্বান (২০১৫), ভেদালাম (২০১৫), মিরুথান (২০১৬) এবং চন্দ্রমুখী ২ (২০২৩)। সর্বশেষ তিনি ২০২৫ সালের হরর থ্রিলার সাবধাম ছবিতে অভিনয় করেছেন, যেখানে আধি পিনিসেট্টি, সিমরান ও লায়লার সঙ্গে পর্দা ভাগ করেন।