Advertisment
Presenting Partner
Desktop GIF

ইউভান বাজাচ্ছে ঢাক, কবীরের দায়িত্বে কাঁসর-ঘণ্টা, রাজ-কোয়েল পুত্রদের পুজো জমজমাট!

স্টারকিডদের আলাদাই আনন্দ, পুজো জমে ক্ষীর

author-image
IE Bangla Entertainment Desk
New Update
durga puja 2023, raj chakraborty, koel mullick, tollywood durga puja, celebrity durga puja, entertainment news, today durga puja news, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

টলিপাড়ায় জমজমাট পুজো

পুজো জমে উঠেছে। তারকারা রীতিমতো বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। দুর্গোৎসব বলে কথা, আর টলিউডের খুদেদের আনন্দের সীমা নেই। বিশেষ করে রাজ পুত্র ইউভান অন্যদিকে কোয়েল পুত্র কবীর, দুই পুঁচকে যেন একাই মাতিয়ে দিচ্ছে উৎসবের দিনগুলো।

Advertisment

শুভশ্রীর এবার একদম অন্যরকম পুজো। কিন্তু ইউভান, সে তো এবার থেকেই পুজোর আমেজ বুঝতে শুরু করেছে। তাঁর কাছে এই আনন্দ বাঁধনছাড়া। বাবা মায়ের সঙ্গেই সে ঠাকুর দেখতে গেল, এবং তারপর? চরম আনন্দ ছোট চক্রবর্তীর। মাতৃ প্রতিমার সামনেই কেরামতি দেখাতে ব্যস্ত সে। হলুদ রঙের পাঞ্জাবি, ঢাক বাজাতে দেখা গেল তাঁকে। বাকি সকলের সঙ্গে সেও সামিল ঢাক বাজাতে। দিব্যি তালেই বাজাতে লাগল সে। সেই মুহূর্তই ফ্রেমবন্দি করলেন বাবা রাজ, তাঁর কাছে যেন গর্বের মুহূর্ত।

ছোট থেকে ইউভান খুব ফ্যাসিনেটেড ঢাকের প্রতি। একদম পুঁচকে থাকাকালীন সে হাত দিয়েই ঢাক বাজাত। একদিকে যেমন সে, অন্যদিকে কোয়েল পুত্র কবীর। মল্লিক বাড়ির পুজোতে দায়িত্ব নেহাত কম নয় কোয়েলের। আর মামারবাড়ীতে এই কদিন বেশ আনন্দেই কাটবে কবীরের। দাদু, রঞ্জিত মল্লিক যখন কাসর ঘণ্টা বাজাচ্ছেন, তখন সেও চেষ্টা করে দেখল। পুজো বলে কথা, আনন্দ না হলে হয়? দাদুর সঙ্গে সেও বাজিয়ে নিল কাঁসর।

অন্যদিকে, মায়ের সঙ্গে বেশ ম্যাচিং করেই জামা পড়েছে সে। সাদা প্রিন্টেড পাঞ্জাবি, তার মায়ের পরনে হলুদ রঙের শাড়ি। আরতি শেষে ছোট ছোট হাত দিয়ে সেই আগুন মাথায় ছোঁয়াল কবীর। আজ মহা সপ্তমী। দেবীর নবপত্রিকা স্নান দিয়েই শুরু হল এবারের পুজো। কোয়েলের কাছে এবছর আরও স্পেশ্যাল। কারণ রিলিজ করেছে মিতিন মাসী। ফলেই সিনেমাটিক ব্যস্ততাও ছিল।

Raj Chakraborty tollywood durgapuja 2023 Entertainment News koel mallick
Advertisment