সকাল হতেই সুখবর জানালেন কোয়েল। টলি নায়িকার কোল জুড়ে এলো ফুটফুটে আরেক সন্তান। অভিনেত্রী কিছুদিন যাবত নানা ধরণের অনুষ্ঠান থেকেও দূরে ছিলেন। কারওর বুঝতে বাকি ছিল না যে সুখবর আসন্ন। হল তাই। অভিনেত্রীর জীবনে খুশির জোয়ার।
প্রথম সন্তান ছেলে, এবার মেয়ের সুখ পেয়েছেন তিনি। কন্যা সন্তানের মা হয়েছেন অভিনেত্রী। সমাজ মাধ্যমে নিজেই শেয়ার করেছেন সেই পোস্ট। কিছুদিন আগেই অবশ্য সুখবর দিয়েছিলেন, দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি। আর আজ সকাল হতেই মেয়ের আসার সুখবর দিলেন। সমাজ মাধ্যমে যে পোস্ট করেছেন তাতে কী লিখলেন তাঁরা?
যে পোস্ট কোয়েল শেয়ার করেছেন, সেটিতে সুন্দর কিছু গ্রাফিক্স অ্যাড করা। ছোট্ট পুতুল, সঙ্গে বেলুন, খেলনা সবকিছুই রয়েছে তাতে। কোয়েল বলছেন, আমরা আমাদের কন্যা সন্তানকে পেয়ে অভিভূত। ও আশীর্বাদ হিসেবে এসেছে আমাদের কাছে। ১৪ তারিখ আমাদের কাছে একটা আশীর্বাদ। আপনাদের শুভেচ্ছা কাম্য।
এদিকে, অভিনেত্রী সুখবর দিতেই তাঁকে শুভেচ্ছা জানালেন টলিপাড়ার অন্যান্যরা। জিৎ থেকে মিমি চক্রবর্তী বাদ গেলেন না কেউই। শুভেচ্ছার সঙ্গে ভালবাসা জানালেন তাঁর কাছের বন্ধু জিৎ। যদিও বা, যেদিন প্রেগনেন্সির খবর দিয়েছিলেন, সেদিনও জিৎ ভীষণ খুশি হয়েছিলেন। এবারও তাঁর ব্যতিক্রম না। ঐন্দ্রিলা বলছেন, অনেক ভালবাসা। বাদ পড়েননি শুভশ্রী গাঙ্গুলি নিজেও। কন্যা সন্তানের মা হিসেবে তাঁকেও দেখা গেল শুভেচ্ছা জানাতে।
উল্লেখ্য, শেষ কিছু সময়ে টলিপাড়ায় নায়িকাদের অনেকেই মা হয়েছেন। দ্বিতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন অনেকেই। তাঁর মধ্যে রাজ-শুভশ্রী কিংবা জিৎ-মোহনা আবার এখন কোয়েল এবং নিসপাল রয়েছেন অনেকেই।