উত্তরও দিলেন কোয়েল। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বললেন, ”যতটা ভাল থাকা যায়, আছি (হাসি)। খবরটা জানানোর পর এত মানুষের শুভেচ্ছা পেয়েছি আমি আপ্লুত। প্রত্যেকের বার্তার হয়তো জবাব দিতে পারিনি কিন্তু শুভন্যুধায়ীদের ভালবাসা পেয়ে আনন্দিতও।”
আরও পড়ুন, সাত দশকের নারীকেন্দ্রিক বাংলা ছবি: ফিরে দেখা
বিবাহবার্ষিকীর দিনই সুখবর দিয়েছিলেন কোয়েল মল্লিক। মা হতে চলেছেন তিনি। কোয়েল আর নিসপাল সিংহ রানের বছর সাতেকের বিবাহ জীবনে নতুন অতিথির আগমনে খুশি ফ্যানেরাও। সম্ভবত এপ্রিলেই মা হচ্ছেন নায়িকা। সোশাল মিডিয়ায় বেবি বাম্পের ছবিও দিয়েছিলেন কোয়েল।
নারীদিবস নিয়ে অবশ্য আলাদা করে কিছু বলতে চাইলেন না অভিনেত্রী। কারণ, তাঁর মতে প্রত্যেকটা দিনই নারীদিবস এবং পুরুষদিবস। ”আলাদা করে কোনও দিনের উদযাপনে আমি বিশ্বাসী নই। তবে চাইব সবাই যেন আনন্দে থাকে। ভাল থাকে, বললেন কোয়েল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন