Advertisment

Koel Mallick: 'ওঁকে প্রণাম ঠুকতে ইচ্ছে হয়...', একের জায়গায় দুইয়ের মা হতেই হিমশিম খাচ্ছেন কোয়েল?

Koel Mallick: মেয়ে এখন অনেকটাই ছোট। সে ঘুমোচ্ছে, কাঁদছে, সব মিলিয়ে এখন বেশ ব্যাস্ত সময় কাটে কোয়েলের। এমনকি, অভিনেত্রী এও জানান, ছেলের জন্য যা যা শিখেছিলেন সেগুলো কাজে লাগছে।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
koel mullick-daughter

koel Mullick: মেয়ে হওয়ার পর কী অনুভূতি হচ্ছে কোয়েলের? Photograph: (Instagram)

Koel Mallick: মেয়ের জন্মের পর এই প্রথম সামনে এসেছিলেন কোয়েল মল্লিক। দেখা গিয়েছিল গোলাপি রঙের বেনারসি পড়ে, তিনি হাসিমুখে সকলের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর সঙ্গে সঙ্গে দুই সন্তানকে নিয়ে এখন সময় কেমন কাটছে তাঁর, সেই নিয়েও কথা বলেন। কোয়েল এখন মা হিসেবে অনেকটাই প্রো। প্রথম সন্তান কবীরের সময় অনেক কিছুই অজানা ছিল। কিন্তু, এখন অল্প হলেও বুঝতে পারেন।  

Advertisment

মেয়ে এখন অনেকটাই ছোট। সে ঘুমোচ্ছে, কাঁদছে, সব মিলিয়ে এখন বেশ ব্যাস্ত সময় কাটে কোয়েলের। এমনকি, অভিনেত্রী এও জানান, ছেলের জন্য যা যা শিখেছিলেন সেগুলো কাজে লাগছে। কিন্তু, মা হওয়া নিতান্তই সহজ কথা না। তাই তো তিনি বেশ হিমশিম খাচ্ছেন দুই পুঁচকেকে নিয়ে। কবীর নেহাতই খুব বড় না। তাঁর দিকেও খেয়াল রাখতে হয় কোয়েলকে। 

দুই সন্তানের জননী হওয়ার পর, কোয়েল আর যাই হোক একসঙ্গে একের বেশি সন্তানকে বড় কী করে করতে হয়, সেটাই শিখছেন। কবীরের প্রথম থেকেই ইচ্ছে ছিল বোন হবে। কিন্তু সে ও যেহেতু ছোট তাই ছোট্ট পুতুলটাকে হাতের কাছে পেয়ে দাদা যে চটকাতে যায়, সেকথাও জানালেন কোয়েল। কিন্তু, একদম সদ্যোজাত মেয়ে তো, তাই দাদা কবীরকে এখনও অনেককিছুই বোঝানোর চেষ্টা করছেন তিনি। তাঁর সঙ্গে সঙ্গে এও জানালেন.. একজনকে প্রণাম করতে চান তিনি। 

Advertisment

অভিনেত্রী দুটিকে সামলাতে হিমশিম খাচ্ছেন। কিন্তু, নিজের ঠাকুমাকে একবার প্রণাম ঠুকতে ইচ্ছে করছে তাঁর। তিনি হাসতে হাস্তেই বললেন, "আমি আমার বাবাকে বললাম, কী করে? তোমরা এতগুলো ভাইবোন। ঠাকুমা কী করে পারতেন? নমস্কার উনাকে! এটুকুই ভাবি, যে যাদের বাড়িতে অনেক সদস্য, তাঁরা কী করে সামলান? পারেন কী করে? আমাদের ছোটবেলায় তো হাট্টি মাটিম, ইকির মিকির হত, এখন তো বেবি সার্ক শুনতে হচ্ছে।  

উল্লেখ্য, গতবছর মিতিন মাসির আরেকটি গল্পের উপর ছবির কাজ শেষ করলেও অন্তসত্বা থাকার কারণেই সেটির রিলিজ এখনও হয়নি। তবে, এখন যে তাঁর দুজনকে নিয়েই সময় কেটে যাচ্ছে একথা সাফ জানিয়ে দিলেন। 

tollywood koel mallick tollywood news Tollywood Actress
Advertisment