প্রকাশ্যে কোয়েলের বেবি বাম্পের ছবি

মা হতে চলেছেন টলিউডের কুইন। এদিন প্রথম বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন কোয়েল। মেরুন রঙের কাফতানে ছবি পোস্ট করলেন নায়িকা।

মা হতে চলেছেন টলিউডের কুইন। এদিন প্রথম বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন কোয়েল। মেরুন রঙের কাফতানে ছবি পোস্ট করলেন নায়িকা।

author-image
IE Bangla Web Desk
New Update
Koel Mallick

কোয়েল মল্লিক। ফোটো- ইনস্টাগ্রাম

বিবাহবার্ষিকীর দিনই সুখবর দিয়েছিলেন কোয়েল মল্লিক। মা হতে চলেছেন টলিউডের কুইন। এদিন প্রথম বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন কোয়েল। মেরুন রঙের কাফতানে ছবি পোস্ট করলেন নায়িকা। পোস্ট করার কিছু মূর্হুতের মধ্যেই ভাইরাল টালিপাড়ার ‘প্রিটি উওমেন’।

Advertisment

সম্ভবত এপ্রিলেই মা হচ্ছেন কোয়েল। কোয়েলের মা হওয়ার ছবি দেখে উচ্ছ্বসিত টলিউডে তাঁর সহকর্মীরাও। প্রত্যেকে লাইক, কেমেন্ট করেছেন ছবিতে। কোয়েল আর নিসপাল সিংহ রানের বছর সাতেকের বিবাহ জীবনে নতুন অতিথির আগমনে খুশি ফ্যানেরাও।

View this post on Instagram

✨✨✨✨✨

A post shared by Koel Mallick (@yourkoel) on

Advertisment

আরও পড়ুন, প্রকাশ্যে ‘গোলন্দাজ’ নগেন্দ্রপ্রসাদ-এর চেহারা

গত পুজোয় ‘মিতিন মাসি’-র চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন কোয়েল। মিতিন মাসি-র সিরিজও তৈরি করতে চলেছেন পরিচালক। আগামী পুজোতে নতুন ইনস্টলমেন্ট আসার কথা। তার আগেই সুখবর দিলেন কোয়েল। জুলাইয়ে মিতিনের পরবর্তী সিক্যুয়েলের শুটিং শুরু হওয়ার কথা।

পাঁচ দিন আগে রানের সঙ্গে ছবি দিয়ে একটি কার্ড ফেসবুকে সুখবর দিয়েছিলেন কোয়েল। চমকে গিয়েছিলেন নেটিজেনরা। কার্ডে কোয়েল লিখেছিলেন, শরীরের মধ্যে নব প্রাণের স্পন্দন। জীবনকে আরও সুন্দর করতে গ্রীষ্মেই আমাদের সন্তান আসছে। তারপরেই বুধবার পোস্ট করলেন এই ছবি।

আরও পড়ুন, চাকরি ছেড়ে ‘মীরাক্কেল’! রিয়্যালিটি শোয়ের ‘দাদাগিরি’-তে মগ্ন সঙ্গীত

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

koel mallick