Koel Mullick-Durga Puja: মহা-সপ্তমীর চমক! প্রথমবার কন্যাসন্তানকে সামনে আনলেন কোয়েল মল্লিক

মল্লিক বাড়ির পুজো প্রায় সকলেরই জানা। এবং রঞ্জিত-কোয়েল মল্লিকের বাড়ির পুজো হওয়ার কারণে কলকাতার বনেদি বাড়ির পুজোর মধ্যে তো বটেই, তারকার পুজোর মধ্যেও এর নাম আসে।

মল্লিক বাড়ির পুজো প্রায় সকলেরই জানা। এবং রঞ্জিত-কোয়েল মল্লিকের বাড়ির পুজো হওয়ার কারণে কলকাতার বনেদি বাড়ির পুজোর মধ্যে তো বটেই, তারকার পুজোর মধ্যেও এর নাম আসে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
koel

কেমন দেখতে হল তার মেয়েকে?

মহা সপ্তমীতে কোয়েল মল্লিক একেবারে সারপ্রাইজ করে দিলেন সকলকে। কিছু মাস আগেই তিনি কন্যা সন্তানের মা হয়েছেন। তারপর থেকেই মেয়েকে নিয়ে নানা কথা বলতে শোনা যায় তাঁকে। আর আজ ছোট্ট পরীকে সকলের সঙ্গে আলাপ করিয়ে দিলেন। কোয়েল মল্লিক এবং নিসপাল সিং রানে পুজোর শুভক্ষণেই মেয়েকে সামনে আনলেন।

Advertisment

মল্লিক বাড়ির পুজো প্রায় সকলেরই জানা। এবং রঞ্জিত-কোয়েল মল্লিকের বাড়ির পুজো হওয়ার কারণে কলকাতার বনেদি বাড়ির পুজোর মধ্যে তো বটেই, তারকার পুজোর মধ্যেও এর নাম আসে। ছেলের জন্মের বছর তিনেকের মাথায় তিনি কন্যা সন্তানের জন্ম দেন। আর আজ যখন তাঁকে সকলের সামনে নিয়ে এলেন তখন যেন সেই একরত্তিকে দেখে ভালবাসায় ভরালেন সকলে। 

সপ্তমীতে কোয়েলের পরনে রুপোলি রঙের শাড়ি। হালকা সাজ, সঙ্গে গোটা পরিবার। পুঁচকে মেয়েকে নিয়ে ছবি তুললেন তিনি। তার পরনে হলুদ রঙের সালোয়ার কামিজ। মুখের আদল পুরোই মায়ের মতো। ঠিক যেন ছোট্ট কোয়েল। বাবা মায়ের সঙ্গে দুই ছেলে-মেয়ে, সঙ্গে মা দুর্গা এই ছবি যেন মহা সপ্তমীতে আরও প্রাণ ঢেলে দিয়েছে। 

Advertisment

বাড়ির মেয়ে কোয়েল বরাবরই পুজোর দিনগুলো মল্লিক বাড়িতেই থাকেন। আজ তো, ছেলে মেয়েকে এক্কেবারেই ম্যাচিং পোশাকে সাজিয়েছেন। পুঁচকে একরত্তির হাসি যেন থামছে না। এদিকে, কোয়েল তনয়া-কে দেখে টলিপাড়ায় আদর করার ঢল। ভালবাসা জানিয়েছেন রিধিমা ঘোষ থেকে মিমি, ঐন্দ্রিলা অনেকেই। 

প্রসঙ্গে দিন তিনেক আগেই, নিজের নতুন ছবি স্বার্থপরের ঘোষণা করেছেন কোয়েল। এই ছবিতে মেয়ের সঙ্গে বহুদিন পর ফিরছেন রঞ্জিত মল্লিক নিজেও। রয়েছেন কৌশিক সেন-ও। 

Koel Mullick Durga Puja 2025