Koel Mullick: 'মানুষের সঙ্গে আমরা সততা হারিয়ে ফেলেছি...', মানসিকভাবে সুস্থ থাকার পরামর্শ দিলেন কোয়েল...

Koel Mullick birthday: মনের অসুখ খুব সাংঘাতিক, কোয়েল সোজাসুজি বললেন...

Koel Mullick birthday: মনের অসুখ খুব সাংঘাতিক, কোয়েল সোজাসুজি বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
koel mullick, koel mullick news, koel mullick birthday, koel mullick birthday wishes, koel mullick Tollywood, koel mullick new update

Koel Mullick Bday- আজ কয়েলের জন্মদিন

অভিনেত্রী কোয়েল মল্লিক অভিনয়ের পাশাপাশি বাস্তবের জীবনেও মানুষের সঙ্গে যোগাযোগ রাখতেই বেশ পছন্দ করেন। তাঁকে নানা জায়গায় অনুষ্ঠানে পৌঁছতে দেখা যায়। দুদিন আগেও তিনি গিয়েছিলেন আলাপের অনুষ্ঠানে।

Advertisment

আলাপ ছবির প্রিমিয়ারে গিয়েছিলেন কোয়েল মল্লিক। হাতে প্লাস্টার নিয়েই অভিনেত্রী সেখানে যাওয়ার পরই হাসাহাসি শুরু হয়। কোয়েল এও বলেন, আরেহ হাতের ব্যথা অনেক ঠিক আছে। এখন অনেক ভাল আছি। দেখছ না, সেই জন্য সেজেগুজে এসেছি। কিন্তু, অভিনেত্রী বরাবরই মানসিকতার খুব উঁচু পরিচয় দিয়েছেন।

তাই তো, দিনের পর দিন মানুষ যে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছেন, সেই নিয়েই কথা বললেন তিনি। মানুষ টেকনোলজিক্যাল ভাবে উন্নত হয়েছেন, কিন্তু তারা দিনের পর দিন সমাজবদ্ধ জীব থেকে একাকীত্ব খুঁজে নিচ্ছেন। কোয়েল বললেন...

"আমি একটা কথা বলতেই চাই, এখন সবার কাছে একদম সময় নেই। শুধু তাই নয়, মানুষ কথা বলতে চায় না। একটা জায়গায় আমরা হৃদয় হারিয়ে ফেলছি। মানুষের সঙ্গে সততা, হারিয়ে ফেলেছি। একটা মানুষের দিকে তাকিয়ে সে কেমন আছে এটা জিজ্ঞেস করতে ভুলে যাচ্ছি। আমাদের একটাই মনে হচ্ছে, আগে কাজের কথাটা বলে ফেলি। কিন্তু কেন? এটা খুব বেসিক জায়গা। অনেকেই এই যে হাসি দিয়ে কাউকে জিজ্ঞেস করার বিষয়টাকে, খুব সময়ের অপচয় বলে মনে করেন। সেটাই তো সবথেকে কষ্ট আর দুঃখ।"

Advertisment

অভিনেত্রী এখানেই শেষ করলেন না। শারীরিক ভাবে সুস্থ থাকার পাশাপাশি অভিনেত্রী এও বলেন মানসিকভাবেও সুস্থ থাকার কথা বলেন। বললেন, "এখনকার দিনে শারিরীকভাবে তো বটেই পাশাপাশি মানসিকভাবে সুস্থ থাকা উচিত। তাদের চিন্তাভাবনা যেন মুক্ত থাকে। এটাই এখন ভাবনার বিষয়।"

উল্লেখ্য, ফের একবার মিতিন মাসীর শুটিং শুরু করেছেন তিনি। সেভাবে কমার্শিয়াল ছবিতে তাঁকে দেখা যায় না। ছেলেকে এখন সময় দিতেই বেশি পছন্দ করেন। তাঁকে নিয়েই ফ্লোরে যান।

tollywood koel mallick Entertainment News