/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/koffee-with-karan-759-1.jpg)
রবিবার কফি উইথ করণে হাজির হচ্ছেন ভিকি কৌশল ও আয়ুষ্মান খুরানা।
রবিবার কফি উইথ করণে হাজির হচ্ছেন ভিকি কৌশল ও আয়ুষ্মান খুরানা। খুব তাড়াতাড়ি বলিউজের প্রথম সারিতে উঠে এসেছেন এই দুই অভিনেতা। তাই নিয়েই করণের আজকের কফির আড্ডা। এই দুই তারকা এবার করণের প্রশ্নবাণে জর্জরিত হবেন। কতটা স্মার্ট উত্তর দিতে পারেন সেটাই মুখ্য আকর্ষন।
আয়ুষ্মান খুরানা মনে করলেন তিনি যখন রেডিও জকি ও পরবর্তীকালে ভিডিও জকি হিসেবে করণের সাক্ষাৎকার নিয়েছিলেন। সেদিন করণের নম্বর চাওয়ার আয়ুষ্মানকে নিজের ল্যান্ডলাইন নম্বর দিয়েছিলেন করণ। যখন আয়ুষ্মান ফোন করেছিলেন, ফোনের ওপার থেকে কেউ বলে উঠেছিল বাইরের কাওকে বা নবাগত কারও অডিশন নিই না। করণ জানালেন, মানুষকে ভুল নম্বরই দেন তিনি তবে আয়ুষ্মানকে ঠিক নম্বরটাই দিয়েছিলেন। তখনই বুঝেছিলাম ট্যালেন্ট আছে। তবে ভিকি কৌশল নাকি বুঝতেই পারতেন না কোনও মেয়ে ফ্লার্ট করলে। বন্ধুরা ধরিয়ে দিতেন।
BROSTANA!!! On #KoffeeWithKaran Tomorrow!!! @ayushmannk@vickykaushal09@StarWorldIndia@hotstartweetspic.twitter.com/uA8c1gUjW5
— Karan Johar (@karanjohar) December 15, 2018
২০০৪ সালে এই শো শুরু হওয়ার পর থেকেই জনপ্রিয়তা পেতে থাকে। অনেক তারকা তো নিজের অজান্তেই পছন্দ অপছন্দ নিয়ে কথা বলে ফেলেন, যা তাঁদের সচরাচর বলতে দেখা যায় না। কফি কুইজ ও র্যাপিড ফায়ার রাউন্ড তো ভীষণ জনপ্রিয়। তার একটা কারণ অবশ্য করণ জোহরের ব্যক্তিত্ব। বলিউড ফ্যানেদের কফি উইথ করণ যে সবচেয়ে প্রিয় টক শো তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন, আপাতত বন্ধ সলমন খানের ছবির শুটিং
তবে প্রশ্নোত্তর পর্বে আয়ুষ্মান জানালেন, তাবুর ওপরে বাবার ক্রাশ রয়েছে। সম্প্রতি তাবুর সঙ্গের আন্ধাধুন ছবিতে কাদ করেছেন তিনি, আর নীনা গুপ্তার সঙ্গে কাজ করেছেন বধাই হো ছবিতে। কিন্তু কোন তারকাকে ডেটে নিয়ে যেতে চান অভিনেতা, সেখানে পিভি সিন্ধুর নাম নিলেন তিনি। অলিম্পিকে ব্যাডমিন্টনে রূপোর মেডেল জিতেছেন সিন্ধু। প্রতি রবিবার রাত ৯টায় দেখানো হয় কফি উইথ করণ।
Read the full story in English