বাহুবলীর 'ত্রয়ী' এবার করণের কফির আড্ডায়

কফি উইথ করণের ষষ্ঠ সিজনের আড্ডায় এবার বাহুবলী খ্যাত প্রভাস, রানা ডাগ্গুবাটি ও এস এস রাজামৌলি। করণ জোহরের সঙ্গে কথোপকথনে তারা।

কফি উইথ করণের ষষ্ঠ সিজনের আড্ডায় এবার বাহুবলী খ্যাত প্রভাস, রানা ডাগ্গুবাটি ও এস এস রাজামৌলি। করণ জোহরের সঙ্গে কথোপকথনে তারা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাহুবলী খ্যাত প্রভাস, রানা ডাগ্গুবাটি ও এস এস রাজামৌলি এবার কফির আড্ডায়।

সেলিব্রিটি টক শো কফি উইথ করণের ষষ্ঠ সিজনের শুরুটা জমকালো হলেও, এই শো তেমন একটা টিআরপি টানতে পারেনি। পরের পর তারকারা কফি আড্ডায় সিট ভরালেও বার্ক রেট সেভাবে ওঠেনি। তাই হয়তো নতুন পন্থা নিয়েছেন কফি টিম। কফি উইথ করণের ষষ্ঠ সিজনের আড্ডায় এবার বাহুবলী খ্যাত প্রভাস, রানা ডাগ্গুবাটি ও এস এস রাজামৌলি। করণ জোহরের সঙ্গে কথোপকথনে তারা। বাহুবলী সিরিজে অমরেন্দ্র বাহুবলী ও মহেন্দ্র বাহুবলী, এই বাবা-ছেলের চরিত্রে দেখা গেছে প্রভাস। রানা ডাগ্গুবাটির চরিত্রের নাম ছিল বল্লালদেব। ছবির পরিচালক ছিলেন এস এস রাজামৌলি।

Advertisment

শুটিং হয়ে গেল কফি উইথ করণের এই এপিসোডের। সম্প্রতি ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন করণ।

Advertisment

বাহুবলীর দুটো সিজন, বাহুবলী: দ্য বিগিনিং ও বাহুবলী: দ্য কনক্লুসন। দুটোই বক্সঅফিসে হিট। এমনকি বাহুবলী: দ্য কনক্লুসন অনেক রেকর্ড ভেঙে নিজের রেকর্ড তৈরি করেছে। শুধুমাত্র আঞ্চলিক দিক থেকে ৫১০.৯৯ কোটি টাকা ব্যবসার করেছেন এই ছবি। এবার বাহুবলীর সিরিজ আসছে নেটফ্লিক্সেও। দীপিকা ও আলিয়াকে দিয়েই শুরু হয়েছিল ষষ্ঠ সিজন।

২০০৪ সালে এই শো শুরু হওয়ার পর থেকেই জনপ্রিয়তা পেতে থাকে। অনেক তারকা তো নিজের অজান্তেই পছন্দ অপছন্দ নিয়ে কথা বলে ফেলেন, যা তাঁদের সচরাচর বলতে দেখা যায় না। কফি কুইজ ও র‍্যাপিড ফায়ার রাউন্ড তো ভীষণ জনপ্রিয়। তার অবশ্য একটা কারণ করণ জোহরের ব্যক্তিত্ব। প্রত্যেক রবিবার রাত ৯টায় স্টার ওয়ার্ল্ডে দেখা যাবে কফি উইথ করণ।

karan johar