রবিবার কফি উইথ করণের ষষ্ঠ সিজনের অতিথি ছিলেন সইফ আলি খান ও তাঁর কন্যা সারা আলি খান। সইফ এর আগেও করণ জোহরের কফি আড্ডায় হাজির হয়েছেন তবে সারা এই প্রথমবার। রবিবার কফি উইথ করণের ষষ্ঠ আড্ডায় সারা আলি খান এলেন সইফের হাত ধরে। আর প্রথমবার কফি আড্ডাতেই ঝড় তুললেন সইফ কন্যা। এটাই সারার প্রথম টেলিভিশনে পূর্ণ সাক্ষাৎকার বলে চিহ্নিত করলেন করণ। বাবার সঙ্গে সারার সম্পর্কের সমীকরণ ও করিনা তার কাছে বন্ধু এসবই শেয়ার করলেন সইফ তনয়া।
তিনি বলেন প্রত্যেকে সইফের পরের বিয়েটা পরিণত মননে দেখেছে। কখনওই তাঁকে বা করিনাকে সামনাসামনি অপ্রস্তুত হতে হয়নি। করিনা নাকি নিজে বলেছেন, ''তোমার একজন মা আছে, যে ভীষণই সুন্দর। তাই তোমার বন্ধুর জায়গাটাতেই আমি থাকতে পছন্দ করব''। ''এমনকি আমার বাবাও কখন বলেননি, এটা তোমার দ্বিতীয় মা বা আমাদের অস্বস্তিতে ফেলেনি'', মত সারার। আর করিনাকে কে বলেই সম্মোধন করেন সারা। করিনার সঙ্গে বিয়ের দিন অমৃতাকে চিঠি পাঠিয়েছিলেন সইফ। তাও সেটা করিনাকে দেখিয়ে। সারা দেখা দেখেই ফোন করে বলেছিল, ''আমি এমনিতেও আসতাম, কিন্তু এবার খুশি হয়ে আসতে পারব''।
আরও পড়ুন, সেক্রেড গেমসের গাইতোন্ডে দেখা হল মেক্সিকোর ফেলিক্সের সঙ্গে
সইফ ও করিনার বিয়েতে যাওয়ার সময় সারাকে সাজিয়ে দিয়েছিলেন অমৃতাই। আর সারার প্রেম জীবন নিয়ে কথা বললেন সইফ। সোহা আর সারার সঙ্গে আমি বেশ ওপেন মাইন্ডেড। আমার বাবাও এরকমটাই ছিলেন। এদিকে তৈমুরের তো সবথেকে ছবি রয়েছে পাপারাৎজিদের কাছে। উত্তরে সইফ জানায়, এটা ভয়ঙ্কর, যদিও পাপারাৎজিরা শ্রদ্ধার পাত্র। তারা তৈমুরের এক একটা ছবির জন্য ১৫০০ টাকা নেন। এটা আমার শাশুড়ি আমায় বলেছে। এদিকে রেট কার্ড নিয়ে সারার কোনও ধারনাই ছিলনা। করণ তখন বলেন, ''তোমারও রেট কার্ড রয়েছে সারা''।
Read the full story in English