Jaadu Actor-Koi Mil Gaya: বহুদিন ধরেই, হৃত্বিক রোশনের ক্রিশ ৪ আলোচনায়। দীর্ঘ অনেক বছর অপেক্ষার পর, এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিনেতা নিজেই। সে কারণে একটু চাপেও আছেন তিনি। জীবনের প্রথম কোন ছবির পরিচালক হচ্ছে। আর যেখানে ক্রিশের প্রাক্তন ছবিগুলি দারুন সুপারহিট, এখানে আসন্ন ছবি নিয়ে যে একটু চাপে থাকবেন অভিনেতা সে কথা খুব স্বাভাবিক। হৃতিক এই ছবির মধ্যে দিয়ে আরও বেশ কয়েকটি চরিত্রকে ফিরিয়ে আনছেন। জানা যাচ্ছে যে এই ছবির মধ্যে দিয়ে নাকি কোই মিল গায়া খ্যাত জাদু ফিরছে।
সাড়ে তিন ফুটের ছোট্ট একটা প্রাণী, গায়ের আবরণ নীল রঙের, পরনে কমলা রঙের রেইনকোট - জাদু সকলের মন জয় করে নিয়েছিল। শুধু কি মন জয়, এমন এক সঙ্গীকে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল সেই জেনারেশন। রোহিত কে ছেড়ে যখন জাদু চলে যাচ্ছে, কেঁদে ভাসিয়েছিল একটা প্রজন্ম। সেই জাদুই কি সত্যিই আবার ফিরছে? সেই নিয়ে আলোচনা থাকলেও এক ঝলকে দেখে নেওয়া যাক কি হয়েছিলেন এই জাদু। অন্য কোন গ্রহের এক প্রাণী যাদু, ভারতীয় দর্শকের বন্ধু হয়ে উঠেছিল। সেই জাদু কে হয়েছিলেন জানেন?
Ramayana: 'রাজা রাম' রণবীর সেটে আসতেই কী করতেন..? সাফ জানিয়ে দিলেন…
লোকে দূর থেকে ভেবেছিল সত্যি হয়তো অন্য কোন গ্রহের এক জীব। কিন্তু না। সেই নীল বর্ণের গায়ের রঙের জীব আসলে এক ভারতীয় অভিনেতাই। সেই মানুষটার নাম ইন্দ্রবদন জে পুরোহিত। শুধু জাদু হিসেবেই নয় তিনি অভিনয় করেছেন প্রায় ২৫০ টিরও বেশি ছবিতে। জাদুর কস্টিউমের আড়ালে এমন একজন মানুষ ছিলেন জানতেন? লোকে জাদু কে চিনলো, ইন্দ্র বাবুকে অনেকেই চিনতেন না। ৩ ফিটের লম্বাই মানুষটিকে দেখা মাত্রই রাকেশ রোশন পছন্দ করেছিলেন জাদুর চরিত্রের জন্য। মলীন হাসিতে তিনি নজর করেছিলেন। শুধু ছোট হাইট এর জন্যই তাকে দাদু হিসেবে কাজ করেছিলেন রাকেশ।
/indian-express-bangla/media/post_attachments/tenant/amp/entityid/AA1ymFR0-880167.img?w=700&h=472&m=6&x=247&y=28&s=136&d=234)
শুধু জাদু বললে ভুল হবে। বরং এই মানুষটিকে দেখা গিয়েছিল, জনপ্রিয় টিভি সিরিয়াল তারাক মেহতা কা উল্টা চশমা তে। সেখানে দয়া বেনের আত্মীয়র ভূমিকা অভিনয় করেছিলেন তিনি। তার ক্যারিয়ারে তিনি ২৫০টিরও বেশি প্রেম করেছেন কিন্তু অনেকেই তাকে চেনেন না। শুধু কি বলিউড? ২০০১ সালে হলিউড ছবি লর্ড অফ দ্য রিং অভিনয় করেছিলেন তিনি। এত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার পরেও, চেহারাটা সকলের কাছেই অধরা। হিন্দি ছবি ছাড়াও, মারাঠি এবং গুজরাটি ছবিতেও তাকে দেখা গিয়েছে।
কিন্তু জাদু হয়ে উঠতে গিয়ে তাকে বেশ, সমস্যায় পড়তে হয়েছিল। ওজন কমাতে হয়েছিল। অভিনেতা একবার জানিয়েছিলেন, জাদুর কস্টিউম করে তার শ্বাস নিতে প্রচন্ড কষ্ট হতো। এ পোশাক এতো ভারী ছিল, যে রীতিমতো চলতে পারতেন না তিনি। কিন্তু ২০১৪ সালে মানুষটি চলে যান না ফেরার দেশে। অথচ কেউ জানতেই পারেননি।